কামিনেনি ঈশ্বর রাও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামিনেনি ঈশ্ব্র রাও
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলভারত ভারত
জন্ম(১৯১৮-০৮-২৬)২৬ আগস্ট ১৯১৮
ভাটলাপেনুমারু, কৃষ্ণা জেলা, মাদ্রাজ প্রেসিডেন্সী, ব্রিটিশ ভারত
মৃত্যু৭ নভেম্বর ২০০৭(2007-11-07) (বয়স ৮৯)
ভাটলাপেনুমারু, কৃষ্ণা জেলা, অন্ধ্রপ্রদেশ, ভারত
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াভারোত্তোলন
প্রশিক্ষকদণ্ডমুডি রাজগোপাল

কামিনেনি ঈশ্বর রাও (২৬শে আগস্ট ১৯১৮ – ৭ই নভেম্বর ২০০৭) ছিলেন একজন ভারতীয় ভারোত্তোলক । তিনি ১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিক এবং ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [১]

তিনি ১৯৫১ এশিয়ান গেমসে পুরুষদের ৯০ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Kamineni Eswara Rao Olympic Results"Sports-Reference.com এ অলিম্পিকস্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯