কামরূপ (দ্ব্যর্থতা নিরসন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কামরূপ ভারতের অসম রাজ্যের একটি প্রশাসনিক জেলা। ২০০৩ সালে পুরাতন কামরূপ জেলা দুভাগে বিভক্ত হয়; বৃহত্তর গুয়াহাটী অঞ্চলকে নিয়ে নতুন জেলা কামরূপ মহানগর জেলা গঠন করা হয় এবং অন্যটির নাম আগের কামরূপই থাকে। ২০০৪ সালে কামরূপ জেলার রঙিয়া মহকুমার একটা অংশ নবগঠিত বাক্সা জেলায় অন্তর্ভুক্ত হয়। বিভাজনের পর কামরূপের সদর গুয়াহাটি থেকে আমিনগাঁওতে স্থানান্তরিত করা হয়।

কামরূপ নিচের প্ৰবন্ধসমূহ বোঝাতে পারে:

  1. অবিভক্ত কামরূপ জেলা
  2. কামরূপ জেলা
  3. কামরূপ মহানগর জেলা
  4. কামরূপ রাজ্য (প্রাচীন অসম)