কানুনি সেতু
অবয়ব
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (অক্টোবর ২০২৪) |
কানুনি সেতু Kanuni Köprüsü | |
---|---|
স্থানাঙ্ক | ৪১°৪১′১২″ উত্তর ২৬°৩৩′৩২″ পূর্ব / ৪১.৬৮৬৭২° উত্তর ২৬.৫৫৮৯৯° পূর্ব |
অতিক্রম করে | তুনজা নদী |
স্থান | এদির্নে, তুরস্ক |
অন্য নাম | সরায় কোপ্রুসু (প্রাসাদ সেতু) |
যার নামে নামকরণ | সুলতান সুলাইমান |
বৈশিষ্ট্য | |
উপাদান | পাথর |
মোট দৈর্ঘ্য | ৬০ মি (২০০ ফু) |
প্রস্থ | ৪.৫০ মি (১৪.৮ ফু) |
স্প্যানের সংখ্যা | ৪ |
ইতিহাস | |
স্থপতি | মিমার সিনান |
নির্মাণ শেষ | ১৫৫৪ |
অবস্থান | |
কানুনি সেতু (তুর্কি: Kanuni Köprüsü) বা প্রাসাদ সেতু (Saray Köprüsü) হলো একটি ঐতিহাসিক উসমানীয় সেতু, যা তুরস্কের এদির্নে অবস্থিত। এটি তুনজা নদীর ওপর দিয়ে বিস্তৃত,[১] এবং এদির্নে প্রাসাদকে শহরের সঙ্গে সংযুক্ত করেছে। সেতুটির নাম সুলতান সুলাইমান (শা. ১৫২০–১৫৬৬)-এর নামে রাখা হয়েছে, যিনি তুর্কিতে "কানুনি" (Kanuni) বা "আইন প্রণেতা" নামে পরিচিত। তিনিই এই সেতুর নির্মাণের আদেশ দেন।
এই সেতুটি ১৫৫৪ সালে উসমানীয় সাম্রাজ্যের প্রধান স্থপতি মিমার সিনান দ্বারা নির্মিত হয়। সেতুটির দৈর্ঘ্য ৬০ মিটার (২০০ ফু) এবং প্রস্থ ৪.৫০ মিটার (১৪.৮ ফু)। এটি চারটি খিলানযুক্ত অংশ নিয়ে গঠিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ottoman Architecture, John Freely, page 87, 2011
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে কানুনি সেতু সংক্রান্ত মিডিয়া রয়েছে।