কাটি ফিরকি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাটি ফিরকি
Veined Scrub Hopper
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Hesperiidae
গণ: Aeromachus
প্রজাতি: A. stigmata
দ্বিপদী নাম
Aeromachus stigmata
(Moore, 1878)

কাটি ফিরকি[১] (বৈজ্ঞানিক নাম: Aeromachus stigmata (Moore)) এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের এবং 'হেসপেরায়িনি' উপগোত্রের সদস্য। ভারতে এই প্রজাতিটি দুষ্প্রাপ্য।

আকার[সম্পাদনা]

কাটি ফিরকি এর প্রসারিত অবস্থায় ডানার আকার ২২-২৮ মিলিমিটার দৈর্ঘের হয়।[২]

উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত কাটি ফিরকি এর উপপ্রজাতিসমূহ হল-[৩]

  • Aeromachus stigmata stigmata Moore, 1878 – Himalayan Veined Scrub Hopper
  • Aeromachus stigmata obsoleta Moore, 1878 – Patkai Veined Scrub Hopper

বিস্তার[সম্পাদনা]

এই প্রজাতিকে ভারতের পূর্ব হিমালয় থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত দেখা যায়।[২]

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

ডানার রঙ বাদামী ও কালচে বাদামী। সামনের ডানার উভয়পৃষ্ঠে ও পিছনের ডানার নিম্নতলে সারিবদ্ধ সাদা ছোট ছোপ দেখা যায়। পিছনের ডানার নিম্নতলে ডিসকাল ছোপগুলি সাবটার্মিনাল ছোপগুলি অপেক্ষা বৃহদাকার এবং উক্ত সাব-টার্মিনাল সাদা ছোটগুলি টার্মেনের কিছুটা উপরে শেষ হয়েছে।

শুঙ্গের শীর্যভাগে মুগুরাকৃতি অংশ (club) apiculus বর্তমান।[৪]

আচরণ[সম্পাদনা]

পর্বতের পাদদেশ থেকে ১৭০০মিটার উচ্চতা পর্যন্ত উন্মুক্ত বনাঞ্চলে বসবাস করতে পছন্দ করে। ভারতএ এদের মে মাসে সবচেয়ে বেশি দেখা যায়। এরা মাটির কাছ দিয়ে ঊড়ে যায়। ঘাস এবং গুল্মের উপর দিয়ে ও তাদের উপর প্রায়শই অবস্থান করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা 324। 
  2. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 89। আইএসবিএন 9789384678012 
  3. "Aeromachus stigmata Moore, 1878 – Veined Scrub Hopper"। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭ 
  4. Watson, E. Y. (১৮৯১)। Hesperiidae Indica: Being a Reprint of Descriptions of the Hesperiidae of India, Burma and Ceylon। Madras: Vest and Company। পৃষ্ঠা 74।