কাজী হারুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাজী হারুন
জাতীয়তাবাংলাদেশি
পেশারূপসজ্জা শিল্পী
পুরস্কারশ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৪)

কাজী হারুন একজন বাংলাদেশি রূপসজ্জা শিল্পী। তিনি ১৯৯৪ সালে হৃদয় থেকে হৃদয় চলচ্চিত্রে কাজ করার জন্য শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।[১]

জীবনী[সম্পাদনা]

১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত মিলন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার।[২] এরপর, তিনি বেদের মেয়ে জোছনা, অন্য জীবন, হৃদয় থেকে হৃদয়, শঙ্খমালা, গোলাপী এখন ঢাকায়, জীবন সংসার সহ আরো অনেক চলচ্চিত্রে কাজ করেন। তিনি ১৯৯৪ সালে হৃদয় থেকে হৃদয় চলচ্চিত্রে রূপসজ্জা শিল্পী হিসেবে কাজ করার জন্য শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৩]

২০০৯ সালে কাজী হারুন স্ট্রোক করেন।[১] ২০১০ সালে নিজের মেয়ের বিয়ের খরচ মেটাতে তাকে শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি হিসেবে প্রাপ্ত স্বর্ণপদক বিক্রি করতে বাধ্য হতে হয়।[৪] ২০১১ সালে তাকে ভিক্ষাবৃত্তিতে নামতে হয়।[২] ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫,০০,০০০ বাংলাদেশি টাকা চিকিৎসার জন্য অনুবাদ হিসেবে প্রদান করেন।[৫][৬][৭]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

বছর পুরস্কার বিভাগ কর্ম ফলাফল
১৯৯৪ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ রূপসজ্জা শিল্পী হৃদয় থেকে হৃদয় বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জীবন বাঁচাতে ভিক্ষা করছেন 'বেদের মেয়ে জোসনা' ছবির মেকআপম্যান"যুগান্তর। ১৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ 
  2. "'যে হাতে জাতীয় পুরস্কার নিয়েছেন সে হাতে আজ ভিক্ষা নিচ্ছেন'(ভিডিও)"আমাদের সময়। ১৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (PDF)বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  4. "ভিক্ষা করছেন 'বেদের মেয়ে জোসনা'র মেকআপম্যান"সময় টিভি। ১৫ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ 
  5. "চার শিল্পীকে প্রধানমন্ত্রীর অনুদান"আরটিভি। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "চার শিল্পীকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী"চ্যানেল আই। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ 
  7. "চার শিল্পীর পাশে প্রধানমন্ত্রী"বাংলাদেশ প্রতিদিন। ১৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]