বিষয়বস্তুতে চলুন

কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১৯৬০
প্রতিষ্ঠাতামাওলানা কামাল উদ্দীন
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
অধ্যক্ষআবুল কাশেম
উচ্চ মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৩৫০
ঠিকানা
কলাউজান
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৪৫৭৪
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা২১৮০৫২২০১
ওয়েবসাইটhttps://locator.eduportalbd.com/institutes/?ins=104574

কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রাধীন এমপিও ভুক্ত আলিম মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৬০ সালে মাওলানা কামাল উদ্দীন প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটির দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে। এই মাদ্রাসার ইআইআইএন নাম্বার হলো ১০৪৫৭৪ এবং এমপিও নাম্বার হলো ২১৮০৫২২০১।[১] মাদ্রাসাটিতে ইসলামি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়।একইসাথে সরকারী এমপিও ভুক্ত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম চালু আছে।মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা আবুল কাশেম।



তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা"সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৬