করিম জাদাদকাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
করিম জাদাদকাহ
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-06-09) ৯ জুন ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থান পেরতুই, আলজেরিয়া
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নাপোলি
জার্সি নম্বর ৩১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:১১, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

করিম জাদাদকাহ (আরবি: كريم زدادكة, ইংরেজি: Karim Zedadka; জন্ম: ৯ জুন ২০০০) হলেন একজন আলজেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব নাপোলির হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

করিম জাদাদকাহ ২০০০ সালের ৯ই জুন তারিখে আলজেরিয়ার পেরতুইয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Team 2022/23 – SSC Napoli" [দল ২০২২/২৩ – সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি]। sscnapoli.it (ইতালীয় ভাষায়)। নাপোলি: সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি। ২৪ মে ২০২২। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  2. "NAPOLI" [নাপোলি]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ২৪ এপ্রিল ২০২৩। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]