বিষয়বস্তুতে চলুন

করিম উদ্দিন ভরসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
করিম উদ্দিন ভরসা
রংপুর-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫
পূর্বসূরীহুসেইন মুহাম্মদ এরশাদ
উত্তরসূরীশূন্য
রংপুর-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ২৭ অক্টোবর ২০০৬
পূর্বসূরীশূন্য
উত্তরসূরীটিপু মুনশি
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৩৫
রংপুর জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২৩ জুলাই ২০২২
এভারকেয়ার হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
রাজনৈতিক দলজাতীয় পার্টি
দাম্পত্য সঙ্গীমোসাৎ সকিনা বেগম
মোসাৎ সুলতানা রাজিয়া
সম্পর্করহিম উদ্দিন ভরসা (ভাই)
সন্তান১৬

করিম উদ্দিন ভরসা (আনু. ১৯৩৫ - ২৩ জুলাই ২০২২) বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি রংপুর-১ ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

করিম উদ্দিন ভরসা আনু. ১৯৩৫ সালে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।[]

তার ২ জন স্ত্রী মোসাৎ সকিনা বেগম ও মোসাৎ সুলতানা রাজিয়া। তার ১৬ সন্তান যথাক্রমে মোঃ সিরাজুল ইসলাম ভরসা, মোঃ শফিকুল ইসলাম ভরসা, মোঃ সাইদুল ইসলাম ভরসা, মোঃ শামসুল ইসলাম ভরসা, মোঃ কবিরুল ইসলাম ভরসা, মোঃ শরিফুল ইসলাম ভরসা, মোঃ কামরুল ইসলাম ভরসা, মোঃ সাইফুল উদ্দিন ভরসা, মোঃ খাইরুল ইসলাম ভরসা, মোঃ মনিরুল ইসলাম ভরসা, মোসাৎ জোৎস্না বেগম, মোসাৎ রোকসানা বেগম, মোসাৎ নাজমা বেগম, মোসাৎ বিলকিস বেগম, মোসাৎ নাসিমা বেগম, মোসাৎ কাউসার জাহান (বিউটি)।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

১৯৯১ সালের সেপ্টেম্বরে রংপুর-১ আসন থেকে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন করিম উদ্দিন ভরসা।[] এরআগে রংপুর-১ আসনসহ পাঁচটি আসনে নির্বাচিত এরশাদ রংপুর-৩ আসন রেখে বাকিগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

করিম উদ্দিন ভরসা সপ্তমঅষ্টম নির্বাচনে রংপুর-৪ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যু

[সম্পাদনা]

২০২২ সালের ২৩ জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর কিছুদিন আগে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রংপুরের সেই দাপুটে নেতারা এখন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮ 
  2. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. "জাপার সাবেক এমপি করিম উদ্দিন ভরসা আর নেই"জাগো নিউজ। ২৩ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২২