বিষয়বস্তুতে চলুন

কমলাক্ষ দে পুরকায়স্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমলাক্ষ দে পুরকায়স্থ
২০২২ সালে কমলাক্ষ দে পুরকায়স্থ
বিধায়ক, আসাম বিধানসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ মে ২০১১
পূর্বসূরীমিশন রঞ্জন দাস
সংসদীয় এলাকাউত্তর করিমগঞ্জ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1977-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৭৭ (বয়স ৪৬)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
দাম্পত্য সঙ্গীপিংকি দে পুরকায়স্থ (বি. ২০০৯)
প্রাক্তন শিক্ষার্থীকরিমগঞ্জ কলেজ

কমলাক্ষ দে পুরকায়স্থ একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি প্রথমবার ২০১১ সালে চারবারের বিধায়ক মিশন রঞ্জন দাসকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। এর দ্বারা তিনি ২৫ বছর পর এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের জয় নিশ্চিত করেন। ২০১৬ সালে তিনি দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হন। ২০২১ সালে তৃতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হন। ২০২৪ সালের জানু়যারি মাসে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।[১][২]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

কমলাক্ষ্য দে পুরকায়স্থ ১৯৯৬ সালে করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হন। তার বাবার নাম কৌশিক দে পুরকায়স্থ। ২০০৯ সালে তিনি পিংকি দে পুরকায়স্থকে বিবাহ করেন।[২]

পেশা এবং রাজনীতি[সম্পাদনা]

কমলাক্ষ দে পুরকায়স্থ রাজনীতির জগতে ছাত্রযুগ থেকে সক্রিয় ছিলেন। ছাত্রনেতা হিসেবে তিনি বিভিন্ন দায়িত্বভার সামলেছেন। ১৯৯৭-৯৮ সালে করিমগঞ্জ এন এস ইউ আই-এর সাধারণ সম্পাদক, ১৯৯৯-২০০০ সালে উপসভাপতি,২০০০ সালে করিমগঞ্জ শহর এন এস ইউ আই-এর শহর সমিতির সাধারণ সম্পাদক,২০০২-২০০৩ সালে এন এস ইউ আই-এর রাজ্যস্তরের সাধারণ সম্পাদক ছিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ।

২০১১ সালে অনুষ্ঠিত অসম বিধানসভা নির্বাচনে তিনি উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন, এই পদে ক্রমে ২০১৬ এবং ২০২১ সালে নির্বাচিত হন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kamalakhya Dey Purkayastha(Indian National Congress(INC)):Constituency- KARIMGANJ NORTH(KARIMGANJ) - Affidavit Information of Candidate:"myneta.info (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২২ 
  2. Desk, Sentinel Digital (২০২১-০৩-২৪)। "Kamalakhya Dey Purkayastha from Karimganj North: Early Life, Controversy & Political Career"সেন্টিনেল আসাম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২২ 
  3. "বিধায়কের বিবরণ-কমলাক্ষ দে পুরকায়স্থ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪