কন্যাশ্রী কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলকাতা মহিলা ফুটবল লিগ
সংগঠকভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)
স্থাপিত১৯৯৩; ৩১ বছর আগে (1993)
দেশ ভারত (পশ্চিমবঙ্গ)
দলের সংখ্যা৩২
লিগের স্তর
উন্নীতভারতীয় মহিলা লিগ ২
ঘরোয়া কাপমহিলাদের আইএফএ শিল্ড
বর্তমান চ্যাম্পিয়নশ্রীভূমি (১ম শিরোপা)
সর্বাধিক শিরোপাআয়কর বিভাগ
এসএসবি মহিলা (উভয় ৪টি করে শিরোপা)
সম্প্রচারকআইএফএ টিভি (ইউটিউব, ফেসবুক)
২০২৩–২৪

কলকাতা মহিলা ফুটবল লিগ, যা কন্যাশ্রী কাপ নামেও পরিচিত,[১] ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি মহিলা ফুটবল লিগ।[২] ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত, এটি ভারতের প্রাচীনতম মহিলা ফুটবল লিগ এবং ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ), রাজ্যের সরকারি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দ্বারা সংগঠিত। টুর্নামেন্টে মূলত কলকাতা জুড়ে দল অংশগ্রহণ করে।

ইতিহাস[সম্পাদনা]

কলকাতা মহিলা ফুটবল লিগ ১৯৯৩ সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) দ্বারা পশ্চিমবঙ্গে পুরুষদের ঘরোয়া ফুটবল ব্যবস্থার লাইনে মহিলাদের ফুটবল চালু করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।[৩] উদ্বোধনী সংস্করণটি আয়কর বিভাগ- এর বনাম একটি প্রাতিষ্ঠানিক দল বেহালা ঐক্য সম্মিলনীর বিরুদ্ধে জিতেছিল। দেশে নারী ফুটবলের প্রতি পর্যাপ্ত সংস্থান এবং অভ্যর্থনার অভাবের কারণে, আয়োজক সংস্থাটি পরবর্তী বছরগুলির জন্য টুর্নামেন্টটি ছোট পরিসরে বাতিল বা সংগঠিত করে, যার ফলে সেই সময়কালে টুর্নামেন্ট সম্পর্কে নগণ্য তথ্য রয়ে যায়।

বাংলার দুটি বড় ক্লাব- ইস্টবেঙ্গল এবং মোহনবাগান — প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের নিজ নিজ মহিলা দল গঠন করলে জনপ্রিয়তা যথেষ্ট বেড়ে যায়। উভয় দলই পরপর দুই বছর ফাইনালে উঠবে, ২০০১ সালে ইস্টবেঙ্গল এবং ২০০২ সালে মোহনবাগান জিতেছিল। কিন্তু, কোনো জাতীয় পর্যায়ের সম্মানের জন্য লড়াই করার কথা বিবেচনা না করে, দুটি ক্লাব একটি মহিলা ফুটবল বিভাগ বজায় রাখা আর্থিকভাবে অলাভজনক বলে মনে করে, এইভাবে ইস্টবেঙ্গল ২০০৩ সালে এবং মোহনবাগান ২০০৪ সালে এটি ভেঙে দেয়। এই সময়ের মধ্যে, তাদের আধিপত্য অব্যাহত রাখার একমাত্র দল ছিল আয়কর। বছরের পর বছর প্রতিযোগিতা বন্ধ থাকার পর, এটি আবার ২০১৭ সালে শুরু হয়েছিল। পরের বছর আরেকটি প্রাতিষ্ঠানিক দল জিতেছিল - সশস্ত্র সীমা বল (এসএসবি)। এটি ছিল কলকাতা মহিলা ফুটবল লিগের প্রথম সংস্করণ যেখানে বিজয়ীকে ভারতীয় মহিলা লিগের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ দেওয়া হয়েছিল।

২০২০ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের নাম পরিবর্তন করে কন্যাশ্রী কাপ রাখা হয়েছিল। ইস্টবেঙ্গল আবারও অংশগ্রহণের জন্য তার মহিলা দল গঠন করে এবং ফাইনালে পৌঁছেছিল যেখানে তারা এসএসবি-এর বিরুদ্ধে হেরেছিল, যারা আয়করের পর দ্বিতীয় দল হয়ে ওঠে পরপর তিনটি ফাইনাল জিতে।[৪] ২০২১ সংস্করণটি কোভিড-১৯ মহামারীর কারণে অনুষ্ঠিত হয়নি এবং পরবর্তী সংস্করণে, ব্যবস্থাপনা বিরোধের কারণে, ইস্টবেঙ্গল আইএফএ-কে অংশগ্রহণ না করার বিষয়ে জানিয়েছিল। দক্ষিণ সমিতির মহিলা দলকে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে এসএসবি।[৫] ২০২২ সালে, ইস্টবেঙ্গল আবারও তাদের মহিলা দল গঠন করে এবং ২০০১-এর পর দ্বিতীয়বারের মতো কন্যাশ্রী কাপ জেতে, সমস্ত ম্যাচ জিতে এবং ফাইনালে শ্রীভূমিকে পরাজিত করে।[৬] [৭]

চ্যাম্পিয়নস[সম্পাদনা]

মৌসম বিজয়ী রানার্স-আপ
১৯৯৩ আয়কর বেহালা ঐক্য সম্মিলনী
১৯৯৪ কোন তথ্য নেই
১৯৯৫
১৯৯৬
১৯৯৭
১৯৯৮
১৯৯৯
২০০০ ইতিকা মেমোরিয়াল আয়কর
২০০১ ইস্টবেঙ্গল মোহনবাগান
২০০২ মোহনবাগান ইস্টবেঙ্গল
২০০৩ আয়কর মোহনবাগান
২০০৪ আয়কর সরোজিনী নাইডু ক্লাব
২০০৫ আয়কর সরোজিনী নাইডু ক্লাব
২০০৬ ফ্রেন্ডস অফ দ্যা স্টেডিয়াম আয়কর
২০০৭ কোন তথ্য নেই
২০০৮
২০০৯
২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৪ অনুষ্ঠিত হয়নি
২০১৫
২০১৬
২০১৭ তালতলা দীপ্তি সংঘ কোন তথ্য নেই
২০১৮ এসএসবি কোন তথ্য নেই
২০১৯ এসএসবি শ্রীভূমি
২০২০–২১ এসএসবি ইস্টবেঙ্গল
২০২১-২২ এসএসবি সাদার্ন সমিতি
২০২২-২৩ ইস্টবেঙ্গল শ্রীভূমি
২০২৩-২৪ শ্রীভূমি ইস্টবেঙ্গল

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Calcutta Women's Football League"The Away End। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২ 
  2. "Southern Samity and SSB to battle for top honours"ifawb.orgIndian Football Association (IFA)। ১৭ মার্চ ২০২২। ১৮ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২ 
  3. Madaan, Sachin (২০১১-০৭-২৩)। "Indian Football: This One Is For The Ladies"www.thehardtackle.com। The Hard Tackle। ২২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১২ 
  4. "East Bengal forms women's team; Mohun Bagan 'not enthusiastic' enough"The Bridge (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৫। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩০ 
  5. "SSB Women lift Kanyashree Cup"ifawb.orgIndian Football Association। ২৩ মার্চ ২০২২। ১৮ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২ 
  6. "East Bengal wins Kanyashree Cup; books IWL berth"The Bridge। ২৮ জানুয়ারি ২০২৩। ২৮ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  7. "East Bengal clinches Kanyashree Cup; books IWL berth"Sportstar। ২৮ জানুয়ারি ২০২৩। ২৮ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৩