ওলগা পারেদেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ওলগা পেরেদেস থেকে পুনর্নির্দেশিত)
ওলগা পারেদেস
জন্ম১৯৮৪
জাতীয়তাবলিভীয়
পেশাউইকিপিডিয়া সম্পাদনা
পুরস্কারবর্ষসেরা উইকিমিডিয়ান (২০২২)

ওলগা পারেদেস একজন বলিভীয় স্থপতি এবং উইকিপিডিয়ান। ২০২২ সালে বার্ষিক উইকিম্যানিয়া ২০২২ ইভেন্টে তিনি উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস কর্তৃক বর্ষসেরা উইকিমিডিয়ান নির্বাচিত হন। তিনি বলিভিয়ার ও লাতিন আমেরিকার প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার অর্জন করেছেন।[১]

তিনি ইউনিভার্সিডাড মায়োর দে সান আন্দ্রেসের একজন স্থপতি। তিনি উইকিমেদিস্তাস দে বলিভিয়ার একজন সমন্বয়কারী,[২] পাশাপাশি তিনি উইকিমুহেরেস (উইকিনারী), হেওচিকাস-এর সাথে যুক্ত এবং ওপেনস্ট্রিটম্যাপে সম্পাদনা করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Olga Paredes, la primera boliviana que recibe el premio Wikimedista del Año"পাহিনা সিয়েতে। ২০২২-০৮-১৪। ২০২৩-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৫ 
  2. "Bolivia se contagia de tecnología y feminismo"এলে দেবের (স্পেনীয় ভাষায়)। ২০১৭-১১-০৩। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৫