বিষয়বস্তুতে চলুন

ওম প্রকাশ বর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওম প্রকাশ বর্মা (২০ মার্চ ১৯৩৭ - ৮ ডিসেম্বর ২০১৫) একজন ভারতীয় প্রশাসক ছিলেন। তিনি পাঞ্জাবের গভর্নর (২০০৩-০৪), হরিয়ানার গভর্নর (সংক্ষিপ্তভাবে জুলাই ২০০৪), কেরালার হাইকোর্টের প্রধান বিচারপতি এবং হিমাচল প্রদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদের গড়মুক্তেশ্বর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। পাঞ্জাবের শাসনভার গ্রহণের আগে তিনি হিমাচল প্রদেশের লোকায়ুক্তও ছিলেন। [][][]

তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানসূচক ক্যাম্পাস আইন কেন্দ্রে আইন নিয়ে পড়াশোনা করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Singh, Rahul (৩ মে ২০০৩)। "Governor-designate sees himself as people's man"Times of India। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১০ 
  2. "States of India since 1947"worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১০ 
  3. "Punjab Governor Om Prakash Verma died in Ghaziabad"jagran। ৮ ডিসেম্বর ২০১৫।