ওড়িশা জন কংগ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উড়িষ্যা জন কংগ্রেস (উড়িষ্যা পিপলস কংগ্রেস), যাকে সাধারণত জন কংগ্রেস বলা হয়, ভারতের উড়িষ্যা রাজ্যের একটি রাজনৈতিক দল ছিল। ১৯৬৬ সালে হরেকৃষ্ণ মহাতাব (উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী) ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করলে জন কংগ্রেস গঠিত হয়। ১৯৬৭ সালের নির্বাচনের পর জন কংগ্রেস স্বতন্ত্র পার্টির সাথে রাজ্যে একটি জোট সরকারে অংশ নেয়। সেই সরকার ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত টিকে ছিল। ১৯৭১ এবং ১৯৭৪ সালের রাজ্য নির্বাচনে জন কংগ্রেস খুব খারাপ ফল করেছিল এবং শুধুমাত্র একটি আসন জিততে পারে। ১৯৭৭ সালে জন কংগ্রেস জনতা পার্টিতে একীভূত হয়।[১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Regional Political Parties and Coalition Government of Odisha - Ignited Minds Journals"ignited.in (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১