ঐক্য কেরল কংগ্রেস
অবয়ব
ঐক্য কেরল কংগ্রেস ভারতের কেরলে চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটি জোট ছিল; কেরল কংগ্রেস (মণি), কেরল কংগ্রেস (বালকৃষ্ণ পিল্লাই), কেরল কংগ্রেস (জ্যাকব) এবং কেরল কংগ্রেস (ধর্মনিরপেক্ষ)। ২০০৮ সালের নভেম্বরে এই জোট গঠিত হয়।[১] কে এম মানি একেসি-এর চেয়ারম্যান ছিলেন, আর. বালকৃষ্ণ পিল্লাই জোটের আহ্বায়ক ছিলেন।[২]
জোট ব্যর্থ হয় এবং ভেঙ্গে যায়।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kerala Congress factions form alliance"। The Hindu। ২০০৭-১১-০৮। ২০০৭-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Aikya Kerala Congress to protest"। The Hindu। ২০০৮-১২-১৪। ২০০৮-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।