এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
স্থানীয় নাম | এস আলম সুগার মিলস |
---|---|
ধরন | বেসরকারি |
শিল্প | চিনি শিল্প |
প্রতিষ্ঠাকাল | ২০০৪ |
সদরদপ্তর | কর্ণফুলী ঘাট, চট্টগ্রাম , |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | ব্যবস্থাপনা পরিচালক |
পণ্যসমূহ | চিনি |
মালিক | এস আলম লিমিটেড |
মাতৃ-প্রতিষ্ঠান | এস আলম লিমিটেড |
ওয়েবসাইট | salamgroupbd.com |
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[১] এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান;[২] স্থানীয় বাজারে এই কোম্পানির পণ্যটি তুর্কি সুগার (Turkey Sugar) নামে প্রচলিত।[৩]
অবস্থান
[সম্পাদনা]বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]২০০৪ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি স্থাপিত হয়;[৩] পরবর্তীতে ২০১১ সালের নভেম্বর মাসে আরো একটি ইউনিট এতে যুক্ত করা হয়।;[৪]
অবকাঠামো
[সম্পাদনা]এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি পরিশোধন কারখানা, বর্জ্য পরিশোধনাগার, অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।
উৎপাদন ক্ষমতা
[সম্পাদনা]এই মিলটি আমদানীকৃত র' সুগার থেকে দৈনিক ২,৮০০ মে. টন এবং বার্ষিক ৮ লাখ ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনি উৎপাদনে সক্ষম।[৫][৬]
উৎপাদিত পণ্য
[সম্পাদনা]এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ বিদেশ থেকে অপরিশোধিত চিনি ('র সুগার) আমদানী করে তা পরিশোধন (রিফাইন্ড) করে প্যাকেটজাত করার মাধ্যমে বাজারজাত করে থাকে এবং স্থানীয় চাহিদার ১০ শতাংশ এককভাবে পূর্ণ করে।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "রাষ্ট্রায়ত্ত ১৫ চিনিকলে লোকসান ৫২৮ কোটি ২৭ লাখ টাকা"। দৈনিক নয়া দিগন্ত, ১৯ সেপ্টেম্বর ২০১৪। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ "বাজারে অস্থিতিশীলতা রোধে চিনি আমদানিতে কোটা"। দৈনিক বণিক বার্তা, ২৫ মার্চ ২০১৫। ২০১৫-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ ক খ "কোম্পানি প্রোফাইল"। এস আলম গ্রুপ, ২০১০। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ "কোম্পানির প্রতিষ্ঠা"। এস আলম গ্রুপ, ২০১০। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ "রফতানি অথবা ভর্তুকি নইলে উৎপাদন বন্ধ!"। দৈনিক ডেসটিনি। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ "চিনি রপ্তানির তোড়জোড়"। দৈনিক যায় যায় দিন। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ "রমজানে চিনির দাম বাড়ানোর পাঁয়তারা"। দৈনিক আলোকিত বাংলাদেশ, ০২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]