এল পি গ্যাস লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এল পি গ্যাস লিমিটেড
শিল্পগ্যাস
প্রতিষ্ঠাকাল১৯৮৩ (1983)
সদরদপ্তর
উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম
,
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
পণ্যসমূহপেট্রোলিয়াম
ওয়েবসাইটlpgl.portal.gov.bd

এল পি গ্যাস লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পেট্রোলিয়াম কোম্পানী। এর মূল অফিস উত্তর পতেঙ্গা, চট্টগ্রামে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

যমুনা অয়েল কোম্পানি কর্তৃক ১৯৭৭–৭৮ সালে এ কোম্পানিটি গঠন করা হয়। স্থাপনকাল হতে কোম্পানীটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি প্রকল্প হিসেবে পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে এ প্রকল্পটি “এল পি গ্যাস লিমিটেড” নামে ৩ মার্চ, ১৯৮৩ সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। ১৯৮৮ সালে এ প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ঘোষনা করা হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এলপিজি স্টোরেজ, বটলিং ও ডিষ্ট্রিবিউশন প্রকল্প গ্রহণ করে, যা ১৯৯৮ সালে উৎপাদনে যায়। কৈলাশটিলা এলপিজি প্রকল্পটি ২০০৩ সালে এলপি গ্যাস লিমিটেড চট্টগ্রামের সাথে একীভূত করা হয়। 

প্ল্যান্ট ও প্রকল্প[সম্পাদনা]

  • এল পি গ্যাস লিমিটেড, চট্টগ্রাম প্ল্যান্ট, চট্টগ্রাম
  • এল পি গ্যাস লিমিটেড, কৈলাশটিলা প্ল্যান্ট, সিলেট

এক নজরে[সম্পাদনা]

[১]

বিবরণ চট্টগ্রাম প্ল্যান্ট কৈলাশটিলা প্ল্যান্ট
প্রকল্প সমাপ্ত আগস্ট, ১৯৭৮ জুন, ১৯৯৮
বাণিজ্যিক উৎপাদন শুরু সেপ্টেম্বর, ১৯৭৮ সেপ্টেম্বর, ১৯৯৮
কোম্পানি নিবন্ধন ৩ মার্চ, ১৯৮৩
বার্ষিক উৎপাদন ক্ষমতা ১০০০০ মেট্রিক টন ৫৫০০ মেট্রিক টন
এলপিজি মজুদ ক্ষমতা ২৪০ মেট্রিক টন ৩০০ মেট্রিক টন

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে, এল পি গ্যাস লিমিটেড"lpgl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৩