এলি গোল্ডিং অর্জিত পুরস্কার ও মনোনয়ন তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলি গোল্ডিং পুরস্কার এবং মনোনয়ন
সর্বমোট[ক]
মনোনয়ন৬৬
নোট
  1. নির্দিষ্ট পুরস্কার শুধুমাত্র একজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয় না। সেগুলো বেশ কয়েকটি পৃথক প্রাপককে বিজয়ী, ২য় স্থান এবং ৩য় স্থান হিসেবে নির্দেশ করে থাকে। যেহেতু এটি একটি নির্দিষ্ট স্বীকৃতি এবং কোনও পুরস্কার হারানো থেকে পৃথক, রানার-আপ এই সকল পুরস্কারের তালিকায় জয় হিসাবে বিবেচিত হয়। নির্দিষ্ট বিভাগগুলোতে পুরস্কারের পূর্বে মনোনয়ন থাকে না এবং কেবল বিজয়ীরা সমালোচক কর্তৃক ঘোষিত হয়। সরলীকরণ এবং ত্রুটি এড়ানোর জন্য, এই তালিকার প্রতিটি পুরস্কারের পূর্বের মনোনয়ন ছিল বলে ধরে নেওয়া হয়ে থাকে।

ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং ৬৬টি মনোনয়ন থেকে ১৭টি পুরস্কার অর্জন করেছেন। তার অর্জিত পুরস্কারগুলোর মধ্যে রয়েছে চারটি বিএমআই লন্ডন এ্যাওয়ার্ডস, দুইটি ব্রিট এ্যাওয়ার্ড (দুই গ্ল্যামার এ্যাওয়ার্ড, একটি এমটিভি ইতালিয়ান এ্যাওয়ার্ড, এক এনআরজে মিউজিক এ্যাওয়ার্ড এবং এক কিউ এ্যাওয়ার্ডসহ)। ৫৮তম বার্ষিক গ্র্যামি এ্যাওয়ার্ডসে সেরা পপ একক পরিবেশনা বিভাগে গ্র্যামি এ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছিলেন।

বিবিসি মিউজিক এ্যাওয়ার্ডস[সম্পাদনা]

বিবিসি মিউজিক এ্যাওয়ার্ডস হল বিবিসির প্রারম্ভিক পপ সঙ্গীত পুরস্কার, যা ২০১৫ সালে বিগত ১২ মাসে সঙ্গীতীয় অর্জনগুলো উদযাপনের জন্য অনুষ্ঠিত হয়েছিল।

বছর মনোনিত কাজ বিভাগ ফলাফল
২০১৫ লাভ মি লাইক ইউ ডু সং অব দ্য ইয়ার মনোনীত

বিবিসি সাউন্ড অব...[সম্পাদনা]

বছর মনোনিত কাজ বিভাগ ফলাফল তথ্যসূত্র
২০১০ এলি গোল্ডিং সাউন্ড অব ২০১০[তথ্যসূত্র প্রয়োজন] বিজয়ী [১][২]

বিলবোর্ড মিউজিক এ্যাওয়ার্ডস[সম্পাদনা]

বিলবোর্ড মিউজিক এ্যাওয়ার্ডস বিলবোর্ড প্রকাশিত রেকর্ড চার্টের ওপর ভিত্তি করে শিল্পীদের যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক পরিবেশনার জন্য সম্মানিত করার জন্য অনুষ্ঠিত হয়।[১] পুরস্কারগুলো প্রদান করা হয় নিলসেন সাউন্ডস্ক্যান এবং নিলসেন ব্রডকাস্ট ডাটা সিস্টেমস কর্তৃক রেডিও তথ্যের ওপর ভিত্তি করে। গোল্ডিং এখন পর্যন্ত এরজন্য পাঁচবার মনোনিত হয়েছেন।

বছর মনোনিত কাজ বিভাগ ফলাফল
২০১৩ "লাইটস" টপ স্ট্রিমিং সং (অডিও) মনোনীত
পপ সং অব দ্য ইয়ার মনোনীত
এলি গোল্ডিং পপ আর্টিস্ট অব দ্য ইয়ার মনোনীত
২০১৪ মাইলস্টোন এ্যাওয়ার্ড মনোনীত
২০১৬ টপ রেডিও আর্টিস্ট মনোনীত

বিএমআই লন্ডন এ্যাওয়ার্ডস[সম্পাদনা]

বিএমআই এ্যাওয়ার্ড প্রতিবছর বিভিন্ন "ধরনের" সঙ্গীতরচয়িতাদের পুরস্কৃত করার জন্য ব্রডকাস্ট মিউজিক, ইনকর্পোরেট কর্তৃক আয়োজিত হয়ে থাকে। গোল্ডিং পাঁচবার মনোনিত হয়ে চারবার পুরস্কারটি অর্জন করেছেন।

বছর মনোনিত কাজ বিভাগ ফলাফল তথ্যসূত্র
২০১৪ "আই নিড ইওর লাভ" (ক্যাভিন হ্যারিসের সমন্বয়ে) সং অব দ্য ইয়ার মনোনীত [২]
পপ সং বিজয়ী [৩]
"এনিথিং কুড হ্যাপেন" বিজয়ী
"বার্ন" বিজয়ী
২০১৫ এ্যাওয়ার্ড উইনিং সংগীত বিজয়ী [৪]

ব্রিট এ্যাওয়ার্ডস[সম্পাদনা]

ব্রিট এ্যাওয়ার্ড হলো ব্রিটিশ ফোনোগ্রাফিক ইন্ড্রাস্টির বার্ষিক পপ সঙ্গীত পুরস্কার, যা আমেরিকান গ্র্যামি এ্যাওয়ার্ডের সমতুল্য। এগারো মনোনয়ন পেয়ে গোল্ডিং দুইবার পুরস্কারটি অর্জন করেছেন।

বছর মনোনিত কাজ বিভাগ ফলাফল
২০১০ নিজেই ক্রিটিকস' চয়েস বিজয়ী
২০১১ এলি গোল্ডিং বেস্ট ব্রিটিশ ফিমেল মনোনীত
বেস্ট ব্রিটিশ ব্রেকথ্রু অ্যাক্টস
২০১৪ বেস্ট ফিমেল সোলো আর্টিস্ট বিজয়ী
"বার্ন" ব্রিটিশ সিঙ্গেল অব দ্য ইয়ার মনোনীত
ব্রিটিশ ভিডিও
"আই নওড ইওর লাভ" ব্রিটিশ সিঙ্গেল অব দ্য ইয়ার
ব্রিটিশ ভিডিও
২০১৬ [৫] "লাভ মি লাইক ইউ ডু" ব্রিটিশ সিঙ্গেল
ব্রিটিশ আর্টিস্ট ভিডিও অব দ্য ইয়ার
২০১৭ এলি গোল্ডিং ব্রিটিশ ফিমেল সোলো আর্টিস্ট মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About | Billboard Music Awards"Billboard Music Awards। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ 
  2. Amy Davidson (৬ অক্টোবর ২০১৪)। "Ed Sheeran, Ellie Goulding, Avicii nominated for BMI 'Song of the Year'"Digital Spy। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৬ 
  3. "BMI Songwriter Ellie Goulding Wins 3 BMI London Pop Awards"BMI.com। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৬ 
  4. "P!nk Receives President's Award at 63rd Annual BMI Pop Awards"BMI.com। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৬ 
  5. "Adele, James Bay e Years & Years lideram indicações ao BRIT Awards 2016"Portal POPline (পর্তুগিজ ভাষায়)। ২০১৬-০১-১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২১