বিষয়বস্তুতে চলুন

এম. খায়রুল আলম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
এম. খায়রুল আলম খান
প্রথম উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০০১ – ২০০২
পূর্বসূরীঅফিস সৃষ্টি
কাজের মেয়াদ
২০১০ – ২০১৪
উত্তরসূরীখোন্দকার নাসিরউদ্দিন
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এম. খায়রুল আলম খান একজন বাংলাদেশী পদার্থবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের প্রথম উপাচার্য।[]

কর্মজীবন

[সম্পাদনা]

এম. খায়রুল আলম খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের প্রকল্প পরিচালক ও ২০০১ সালে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করার পর ২০০২ সালে বিশ্ববিদ্যালয় প্রকল্পটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে এবং উপাচার্য খায়রুল আলম খানের নিয়োগ বাতিল করে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে স্থগিত বিশ্ববিদ্যালয় প্রকল্পটি ২০০৯ সালে পুনর্জীবিত করা হয় এবং ২০১০ সালে খায়রুল আলম খানকে পুনরায় প্রকল্প পরিচালক ও উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল আলম"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২৪ 
  2. "বশেমুরবিপ্রবির ২১ বছরে পদার্পণ"দৈনিক সকালের সময়। ৮ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২৪ 
  3. "বশেমুরবিপ্রবির পুনর্জন্ম"দ্য ডেইলি ক্যাম্পাস। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২৪ 
  4. "বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২৪