এম. এ. রসুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মোহাম্মদ আবদুল্লাহ রসুল, জন্ম: ১৯০৩, মৃত্যু: ২১ নভেম্বর ১৯৯১, একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সদস্য ছিলেন।[১] এমএ রসুল কৃষক আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং ১৯৬০-এর দশকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বল্প সময়ের জন্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিধায়ক ও মন্ত্রী[সম্পাদনা]

রসুল পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য ছিলেন।[২] তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন।[৩] ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে গঠিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারে তাকে পরিবহন মন্ত্রী (স্বরাষ্ট্র দপ্তরের পরিবহন শাখার নেতৃত্বে) মনোনীত করা হয়েছিল।[১][৪][৫] পশ্চিমবঙ্গ বিধান পরিষদ বিলুপ্ত হওয়ার পর রসুল পরিবহন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।[২] মোহাম্মদ আমিন ১৯৭০ সালের ৪ ফেব্রুয়ারি নতুন পরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Communist Party of India (Marxist). West Bengal State Committee। Election results of West Bengal: statistics & analysis, 1952–1991। The Committee। পৃষ্ঠা 379। আইএসবিএন 9788176260282 
  2. Asian Recorder। K. K. Thomas at Recorder Press। ১৯৭০। পৃষ্ঠা 9445। 
  3. West Bengal (India). Legislature. Legislative Council (১৯৬২)। Council Debates; Official Report। পৃষ্ঠা iv। 
  4. Intercontinental Press। Intercontinental Press। ১৯৬৯। পৃষ্ঠা 274। 
  5. Hindustan Year-book and Who's who। M. C. Sarkar.। ১৯৬৯। পৃষ্ঠা 211।