একেএম বজলুল করিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এ কে এম বজলুল করিম ছিলেন একজন বাংলাদেশী নাট্য ব্যক্তিত্ব।[১]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

করিম ২৩ মার্চ ১৯৩২ সালে ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি থিয়েটারে সক্রিয় হন এবং সংস্কৃতি সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত নাটকে অভিনয় করেন। তিনি ১৯৫৫ সালে নীলদূর্পুণ, ১৯৫৬ সালে পরিহাস বিজলিপিতাম এবং ১৯৫৬ সালে কেউ কিছু বলতে পারে না চরিত্রে অভিনয় করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

করিম বাংলাদেশের প্রথম দিকের নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ১৯৫৬ সালে একটি অগ্রগামী নাট্যদল ড্রামা সার্কেলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ১৯৬৩ সালে বিদেশে চলে যান এবং ১৯৭৩ সালে পাকিস্তান থেকে স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফেরার পর তিনি ড্রামা সার্কেলকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করেন। তিনি বেশ কিছু অবাঙালি নাটক বাংলায় অনুবাদ করে মঞ্চস্থ করেন।[২][৩]

মৃত্যু[সম্পাদনা]

করিম ১৯৭৭ সালে মারা যান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rangamaton Solaiman Mela"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০ 
  2. অনুপম হায়াৎ (২০১২)। "করিম, এ.কে.এম বজলুল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (২০১৩)। Historical Dictionary of the Bengalis (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 467। আইএসবিএন 978-0-8108-8024-5