একেএম আমানুল ইসলাম চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ কে এম আমানুল ইসলাম চৌধুরী
মৃত্যু২৭ জুলাই ২০২০(২০২০-০৭-২৭) (৮৪-৮৫ বছর)[১][২]
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
সন্তানএকজন কন্যা, একজন পুত্র
আত্মীয়সেরাজুল ইসলাম চৌধুরী (ভাই)

একেএম আমানুল ইসলাম চৌধুরী (মৃত্যু ২৭ জুলাই ২০২০)[১] একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি লতিফুর রহমান মন্ত্রিসভায় যোগাযোগ, পানিসম্পদ, মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।[৩][৪][৫]

ক্যারিয়ার[সম্পাদনা]

চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[২] তিনিববাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজারও ছিলেন।[২]

পরবর্তী জীবনে চৌধুরী ইউনিক গ্রুপের উপদেষ্টা এবং ওয়েস্টিন ঢাকার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

চৌধুরী ছিলেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর ছোট ভাই।[১]

চৌধুরী ২৭ জুলাই ২০২০ সালে ঢাকার উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে কোভিড -১৯ সংক্রমিত হয়ে মারা যান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "AKM Amanul Islam dies of Covid-19"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮ 
  2. "Ex-CG advisor Amanul dies of COVID-19"New Age (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮ 
  3. "1996 and 2001 CG advisers in the spotlight"New Age। ১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  4. "They are only 14"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯ 
  5. Chiefs of State and Cabinet Members of Foreign Governments (ইংরেজি ভাষায়)। The Center। পৃষ্ঠা 8।