একক ঝিল্লি মতবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাধারণ কোষ ঝিল্লি
কোষঝিল্লিতে ফসফোলিপিডের বিন্যাস

রবার্টসনের একক ঝিল্লি মতবাদ হলো ১৯৫৯ সালে জে ডেভিড রবার্টসন কর্তৃক প্রস্তাবিত একটি মতবাদ।[১] ১৯৩৫ সালে ডেনিয়েলি এবং ডেভসনের প্রস্তাবিত জৈবঝিল্লি মতবাদের ওপর ভিত্তি করে নতুন মতবাদটি প্রস্তাবিত হয়। রবার্টসনের মতবাদ অনুসারে জৈবঝিল্লি বা বায়োমেমব্রেন তিন স্তরবিশিষ্ট; যার মধ্যে দুইস্তর প্রোটিন এবং অপর স্তরটি ফসফোলিপিড দ্বারা গঠিত। দ্বিস্তরী ফসফোলিপিড (ফসফোলিপিড বাইলেয়ার) ২৫-৩৫ Å পুরু এবং প্রতিটি প্রোটিন স্তর ২০-২৫ Å পুরু (সর্বমোট ৬৫-৮৫ Å)। রবার্টসন কোষঝিল্লিতে ইলেকট্রন বর্ষণ (ইলেকট্রন বোম্বার্ডমেন্ট) পদ্ধতি ব্যবহার করেন এবং দুইটি স্বতন্ত্র অঞ্চল, ইলেকট্রন-স্বচ্ছ অঞ্চল ও ইলেকট্রন-ঘন অঞ্চল, দেখতে পান। ব্রাউনের মতে, ঝিল্লিতে দুইটি ইলেকট্রন ঘন অঞ্চল এবং মাঝখানে একটি ইলেকট্রন স্বচ্ছ অঞ্চল বিদ্যমান। দুইটি ইলেকট্রন ঘন ও ইলেকট্রন স্বচ্ছ অঞ্চলের এই ব্যবস্থাকে ত্রিস্তরী ঝিল্লি মতবাদ বলা হয়। ইলেকট্রন ঘন অঞ্চলটি হলো মূলত বর্ধিত প্রোটিনের (বিটা প্রোটিন) স্তর।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আবুল হাসান, মোহাম্মদ (জুন ২০১৯)। "কোষ ও এর গঠন"। জীববিজ্ঞান, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি। হাসান বুক হাউস।