এউকাএস উচ
অবয়ব
পূর্ণ নাম | উচকু ক্লুব স্পোর্তোভি এসএ | |||
---|---|---|---|---|
ডাকনাম | রিটসেজে ভিওসনি (বসন্তের বীরব্রতী) | |||
প্রতিষ্ঠিত | ১৯০৮ | |||
মাঠ | স্তাদিওন এউকাএস | |||
ধারণক্ষমতা | ৫,৭০০ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | একস্ত্রাকলাসা | |||
২০১৮–১৯ | ২য় (উত্তীর্ণ) | |||
|
উচকু ক্লুব স্পোর্তোভি এসএ (পোলীয় উচ্চারণ: [ˌɛwkaˈɛs ˈwut͡ɕ], পোলীয়: ŁKS Łódź; এছাড়াও এউকাএস উচ নামে পরিচিত) হচ্ছে উচ ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এউকাএস উচ তাদের সকল হোম ম্যাচ উচের [[[২]|স্তাদিওন এউকাএসে]] খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,৭০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভয়চিখ স্তাভোভি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন তমাশ সালস্কি। পোলীয় গোলরক্ষক আরকাদিউশ মালাশ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এউকাএস উচ এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি একস্ত্রাকলাসা এবং ১টি পোলীয় কাপ শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]- একস্ত্রাকলাসা:
- পোলীয় কাপ:
- চ্যাম্পিয়ন (১): ১৯৫৬–৫৭
- রানার-আপ (১): ১৯৯৩–৯৪
- পোলীয় সুপার কাপ:
- রানার-আপ (২): ১৯৯৪, ১৯৯৮
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "এউকাএস উচ"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০।
- ↑ "স্তাদিওন এউকাএস"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে এউকাএস উচ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট (পোলীয়)