ঊষা নারায়ণন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঊষা নারায়ণন
ভারতের ফার্স্ট লেডি
কাজের মেয়াদ
২৫ জুলাই ১৯৯৭ – ২৫ জুলাই ২০০২
পূর্বসূরীবিমলা শর্মা
উত্তরসূরীশুভ্রা মুখার্জি
ভারতের সেকেন্ড লেডি
কাজের মেয়াদ
২১ আগস্ট ১৯৯২ – ২৪ জুলাই ১৯৯৭
পূর্বসূরীবিমলা শর্মা
উত্তরসূরীশ্রীমতী সুমন
ব্যক্তিগত বিবরণ
জন্মতিন্ত তিন্ত
১৯২৩
ইয়ামেথিন, বার্মা
মৃত্যু২৪ জানুয়ারি ২০০৮
রাজেন্দ্র নগর, দিল্লি, ভারত
নাগরিকত্বভারতীয়
দাম্পত্য সঙ্গীকে. আর. নারায়ণন (বি. ১৯৫১; মৃ. ২০০৫)
সন্তানচিত্রা নারায়ণন
অমৃতা নারায়ণন

ঊষা নারায়ণ (জন্ম তিন্ত তিন্ত, বর্মী: တင့်တင့်) হলেন ভারতের সাবেক ফার্স্ট লেডি, যিনি ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নারীদের উন্নয়নে কাজ করেছেন।[১]

জীবনী[সম্পাদনা]

তিনি ১৯২৩ সালে বার্মার ইয়ামেথিনে ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন।[২] তিনি রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। তারপর, তিনি বর্মী ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যাত্রা শুরু করেন।[২] তিনি এরপর দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[২][৩]

রেঙ্গুনে থাকাকালীন সময়ে কে. আর. নারায়ণনের সাথে তার পরিচয় হয়। তার ১৯৫১ সালের ৮ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর অনুমতি লেগেছিল কেননা, কে. আর. নারায়ণন তখন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে কর্মরত ছিলেন আর তিন্ত তিন্ত ছিলেন বিদেশিনী। বিয়ের পর তিনি তার নাম পরিবর্তন করে 'ঊষা নারায়ণন' রাখেন ও ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন।

তাদের চিত্রা নারায়ণন ও অমৃতা নারায়ণ নামে দুই মেয়ে ছিল। চিত্রা নারায়ণন সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন ও দ্য হলি সিতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪]

মৃত্যু[সম্পাদনা]

২০০৮ সালের ২৪ জানুয়ারি তিনি দিল্লির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mathew, Liz (২৫ জুলাই ২০১২)। "The first ladies of Rashtrapati Bhavan"Live Mint। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৫ 
  2. "Former President's wife Usha Narayanan passes away"Outlook India। ২৪ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৫ 
  3. "Her Excellency Tin Tin"The OutLook। ২ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৩ 
  4. "Chitra Narayanan concurrently accredited Ambassador to Holy See"। News.oneindia.in। ৭ আগস্ট ২০০৮। ৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১২ 
  5. "Ex-First Lady Usha Narayanan dies at 86"। The Indian Express। ২৫ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৫