উমা রিয়াজ খান
অবয়ব
উমা রিয়াজ খান | |
---|---|
জন্ম | উমা কমেশ ১৯৭৫ |
অন্যান্য নাম | উমা রিয়াজ |
পেশা | অভিনেত্রী, নৃত্যশিল্পী |
কর্মজীবন | ১৯৯২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রিয়াজ খান |
উমা রিয়াজ খান (তামিল: உமா ரியாஸ் கான்) একজন ভারতীয় তামিল অভিনেত্রী। তিনি মূলতঃ বিভিন্ন তামিল টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করে থাকেন এবং বেশ কিছু তামিল চলচ্চিত্রেও পার্শ্বচরিত্রে অভিনয় করছেেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]উমা তার শিল্পী পিতা-মাতার একমাত্র সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তার পিতা কমেশ ছিলেন একজন সংগীত পরিচালক এবং তার মা কমলা কমেশ ছিলেন একজন বিখ্যাত অভিনেত্রী যাকে অসাধারণ অভিনয়ের সুবাদে সম্মানিত করা হয়েছিল।[১][২]
অভিনয় কর্মজীবন
[সম্পাদনা]টেলিভিশন অনুষ্ঠানমালা
[সম্পাদনা]- জোড়ি নাম্বার ওয়ান (দ্বিতীয় মৌসুম)
- কালাক্কা পভাধু ইয়ারু (বিচারক)
টেলিভিশন ধারাবাহিক
[সম্পাদনা]- মারুমাগাল (স্টার বিজয়)
- মুহুরথাম (সান টিভি)
- ভামসাম (সান টিবি)
- ভিন্নাইথান্ডি বরুভায়া (স্টার বিজয়)
চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৯২ | মুস্করাত | গোপিচাদ ভার্মার কন্যা | হিন্দি | |
২০০২ | আনবি শিবম | মেহেরুন্নেছা | তামিল | |
২০০৪ | কানাভু মেইপাদা বান্দাম | তামিল | ||
২০১১ | মাওনা গুরু | পালানিয়ামাল | তামিল | বিজয় পুরস্কার সেরা পার্শ্ব অভিনেত্রী মনোনিত, সাইমা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা অথবা অভিনেত্রী পার্শ্ব অভিনেত্রী – তামিল |
২০১২ | আমবুলি | পন্নি | তামিল | |
২০১৩ | মারজান | সিলি | তামিল | |
২০১৩ | বিরিয়ানি | হিটউমেন | তামিল | |
২০১৫ | ঠুনগা | মহেশ্বরী | তামিল | |
২০১৬ | সুত্তা পাঝাম সুধাতা পাজহাম | তামিল |
পুরস্কার
[সম্পাদনা]- বিজয় পুরস্কার - পার্শ্বচরিত্রে অভিনেত্রী - মাওনা গুরু (২০১১)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Grill mill: Uma Riaz Khan"। The Hindu। ২০ মে ২০১০। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১০।
- ↑ "This mommy rocks!"। Deccan Chronicle। ৩১ মে ২০১৩। ৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-৩১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে উমা রিয়াজ খান (ইংরেজি)