উমাদেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমাদেবী
उमादेवी
জন্ম১১৫০
মৃত্যু১২১৮
দাম্পত্য সঙ্গীদ্বিতীয় বীর বল্লাল

উমাদেবী (হিন্দি: उमादेवी; খ্রি. ১১৫০-১২১৮) ছিলেন রাজা দ্বিতীয় বীর বল্লালের একজন স্ত্রী এবং চালুক্য অভিযানের সময় একজন মহীশূর সেনাপতি।[১]

প্রাথমিক ও কর্মজীবন[সম্পাদনা]

উমাদেবী আনুমানিক ১১৫০ সালের দিকে জন্মগ্রহণ করেন। তিনি ২২ বছর বয়সে দ্বিতীয় বীর বল্লালের সহধর্মিণী হয়েছিলেন। তিনি অন্তত দুইবার প্রতিদ্বন্দ্বী চালুক্য সাম্রাজ্যের বিরুদ্ধে মহীশূর সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন, ফলে রাজা বল্লাল প্রশাসনিক কাজে মনোনিবেশ করতে পেরেছিলেন।[২] ১১৯০ সালে হৈসল সাম্রাজ্যের বিদার জেলার বাসবকল্যাণ শহর জয়ের ক্ষেত্রে উমাদেবীর অবদান উল্লেখযোগ্য।[৩]

মৃত্যু[সম্পাদনা]

১২১৮ সালে তার স্বামীর মৃত্যুর পর ভারতীয় সতীদাহ প্রথা অনুযায়ী তাকে স্বামীর সঙ্গে দাহ করা হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Women in power
  2. Shek Ali, Dr. B., ed., The Hoysala Dynasty, Mysore, 1977.
  3. Derrett, J. D. M., The Hoysalas, London, 1957.