বিষয়বস্তুতে চলুন

উমর শেখ মির্জা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমর শেখ মির্জা দ্বিতীয়
ফরগনার শাসক
ফেঘানা ও খানজিজনের আমির
রাজত্বআনু. ১৪৫৬  – ১০ জুন ১৪৯৪
পূর্বসূরিসুলতান আবু-সাইদ মির্জা
উত্তরসূরিবাবর
জন্মআনু. ১৪৫৬
সমরকন্দ, উজবেকিস্তান
মৃত্যু১০ জুন ১৪৯৪ (বয়স 38 বছর)
ফরগনা, উজবেকিস্তান
দাম্পত্য সঙ্গীকুতলুগ নিগার খানুম প্রমুখ
বংশধর প্রমুখ
রাজবংশতৈমুরী রাজবংশ
পিতাসুলতান আবু-সাইদ মির্জা
মাতাশাহ সুলতান বেগম মুঘল
ধর্মSunni Islam

উমর শেখ মির্জা (১৪৫৬-১৪৯৪ খ্রিষ্টাব্দ) পর্যন্ত তিনি ফরগনার শাসক ছিলেন। তিনি তৈমুরী সাম্রাজ্যের সুলতান আবু সাঈদ মির্জার চতুর্থ পুত্র ছিলেন তার মৃত্যুর পর সাম্রাজ্য ভাগ হয়ে যায় তাঁর চার পুত্রের মধ্যে। তৈমুরী সাম্রাজ্যের কাজাখস্তান এর দ্বায়িত্ব পান ওমর সাঈখ মির্জা , উজবেকিস্তান, ইরান এবং আফগানিস্তান প্রদেশ ছিলো অন্যান্য ভাইদের কাছে।

তাঁর প্রথম স্ত্রী ও প্রধান রানী ছিলেন কুতলুগ নিগার খানম, তিনি ছিলেন চাগাতাই খানাতে রাজকুমারী এবং মঙ্গলীয় শাসক ইউনূস খান এর কন্যা। কুতলগ নিগার খানম এর কাছে প্রথম সন্তান হয়েছিল তার জ্যেষ্ঠ পুত্র মির্জা বাবর ভারতভর্ষে ১৫২৫সনে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন।

উমর শাঈখ মির্জার মৃত্যু হয়েছিলো একটি আকস্মিক দুর্ঘটনায় ফরগনার আস্কি দুর্গে দিনটি ছিলো ১০ জুন ১৪৯৪। উল্লেখ্য যে তিনি তখন পাখিশালা নির্মাণ হচ্ছিলো তখন তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন ভবন ধসে তিনি মারা যান। তার মৃত্যুকালে মির্জা বাবর এর বয়স ছিলো মাত্র বারো বছর তখনই বাবর ফরগনার শাসক হন।[]

পরিবার

[সম্পাদনা]
উমর শায়েখ মির্জার মোট তিনজন বিবাহিতা স্ত্রী ও চারজন উপপত্নী ছিলেন।
বিবাহিতা স্ত্রী
*ইউনুস খান (দ্ব্যর্থতা নিরসন) ও আইসান দৌলত বেগমের কন্যা কুতলুগ নিগার খানুম (স্ত্রী)
*খোজা হুসেইন বেগের কন্যা উলুস আঘা(স্ত্রী)
*মোগুল তুমানের কন্যা ফতিমা সুলতান আঘা(স্ত্রী)
*মাখদুম সুলতান বেগম/কারাগুজ বেগম(উপপত্নী)
*উমিদ আগাচা(উপপত্নী)
*উন সুলতান আগাচা(উপপত্নী)
*আঘা সুলতান আগাচা(উপপত্নী)
পুত্র

তার তিন পুত্র:

কন্যা

তার সাত কন্যা:

  • একটি মৃত কন্যা - উলুস আগার কন্যা
  • খানজাদা বেগম (1478 - 1545) - কুতলুগ নিগার খানুমের কন্যা
  • মিহর বানু বেগম (জন্ম: 1481) - উমিদ আগাচার কন্যা
  • শহর বানু বেগম (1491 - 1542) - উমিদ আগাচার কন্যা
  • ইয়াদগার সুলতান বেগম (জন্ম: 1494) - আঘা সুলতান আগাচার কন্যা
  • রুকাইয়া সুলতান বেগম (1494 - 1528) - মাখদুম সুলতান বেগমের কন্যা
  • ফতিমা বানু বেগম- মায়ের নাম অজানা
  1. Abraham Eraly (১৭ সেপ্টেম্বর ২০০৭)। Emperors Of The Peacock Throne: The Saga of the Great Moghuls। Penguin Books Limited। পৃষ্ঠা 18। আইএসবিএন 978-93-5118-093-7 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • "Mirza Muhammad Haidar"Silk Road Seattle। University of Washington। সংগ্রহের তারিখ ২০০৬-১১-০৭On the occasion of the birth of Babar Padishah (the son of Omar Shaikh)