উপগ্রহ উৎক্ষেপণ যান
![]() উপগ্ৰহ উৎক্ষেপণ যান | |
কাজ ও উদ্দেশ্য | ছোট উৎক্ষেপণ যান |
---|---|
নির্মাণ প্রতিষ্ঠান | ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা |
প্রস্তুতকারী দেশ | ভারত |
Size | |
উচ্চতা | ২২ মি (৭২ ফু) |
ব্যস | ১ মি (৩.৩ ফু) |
ভর | ১৭,০০০ কেজি (৩৭,০০০ পা) |
সহযোগী রকেট | |
সংস্করণ | এ এস এল ভি, পি এস এল ভি |
উৎক্ষেপণ ইতিহাস | |
অবস্থান | অবসরপ্ৰাপ্ত |
উৎক্ষেপণের স্থান | শ্ৰীহরিকোটা |
মোট উৎক্ষেপণ | ৪ |
সফল | ২ |
ব্যর্থ | ১ |
আংশিক ব্যর্থ | ১ |
প্রথম উড্ডয়ন | ১০ আগস্ট, ১৯৭৯ |
শেষ উড্ডয়ন | ১৭ এপ্ৰিল, ১৯৮৩ |
উল্লেখযোগ্য পেলোড | রোহিণী |
উপগ্ৰহ উৎক্ষেপণ যান (ইংরাজী: Satellite Launch Vehicle; সংক্ষেপে SLV) ১৯৭০ দশকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কৃত্ৰিম উপগ্ৰহ উৎক্ষেপণের জন্য প্ৰয়োজনীয় প্ৰযুক্তির বিকাশ সাধন করার জন্য আরম্ভ করা একটা প্ৰকল্প। এস এল ভি প্ৰকল্পের মূল লক্ষ্য ছিল একটা উন্নত মানের এস এল ভি প্ৰণালীর (এস এল ভি-৩) আৰ্হি তৈরি করা, বিকাশ সাধন করা ও তাকে কাৰ্যক্ষম করে তোলা যাতে এর সহায়তায় ৪০ কিলোমিটার ওজনের উপগ্ৰহকে পৃথিবীর চারদিকের ৪০০ কিলোমিটার বৃত্তাকার কক্ষে প্ৰক্ষেপিত করার বিশেষ লক্ষ্য অবিলম্বে পূরণ করতে পারা যায়।[১][২] এই প্ৰকল্পটির পরিচালক ছিলেন ভারতের প্ৰসিদ্ধ বিজ্ঞানী ডঃ এ পি জে আব্দুল কালাম। উল্লেখযোগ্য যে ডঃ এ পি জে আব্দুল কালাম ছাড়াও উপগ্ৰহ উৎক্ষেপণ যান প্ৰকল্পটির সাথে জড়িত ছিলেন ডঃ এস. শ্ৰীনিবাসন, বেদ প্ৰকাশ সন্দলাস, ডি. নারায়ণমূৰ্তি, জি. মাধবন নায়ার, এম. এস. আর. দেব, এম. কে. আব্দুল মজিদ, ডি. শশীকুমার, পি. এস. বীররাঘবন এবং এ. শিবথানুপিল্লাই।[৩] এস এল ভি ছিলেন চার পৰ্যায় বিশিষ্ট একটি গোটা ইন্ধনযুক্ত রকেট। ১৯৭৯ সালের আগস্ট মাসে এস এল ভি-৩-এর প্ৰথম পরীক্ষামূলক উৎক্ষেপণ বিফল হয়।[৪] ১৯৮০ সালের ১৮ জুলাই এস এল ভি-৩-এর দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয় এবং এটিই ছিল এস এল ভি-৩-এর প্ৰথম সফল উৎক্ষেপণ।
উৎক্ষেপণ পরিসংখ্যা[সম্পাদনা]
- বিফল
- আংশিকভাবে বিফল
- সফল
উৎক্ষেপণ ইতিহাস[সম্পাদনা]
এস এল ভির চারটি উৎক্ষেপণ শ্ৰীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্ৰে থাকা এস এল ভি নিক্ষেপণ মঞ্চ থেকে করা হয়েছিল। প্ৰথম দুটি উৎক্ষেপণ ছিল পরীক্ষামূলক (E) ও পরের দুটি উৎক্ষেপণ ছিল উন্নয়নমূলক (D)।[৩]
ক্ৰমিক নং | শিরোনাম | তারিখ / সময় (UTC) | উৎক্ষেপণ যান | উৎক্ষেপণ স্থল | পেলোড | পেলোড ভর | কক্ষপথ | ব্যবহারকারী | পরিণাম |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | SLV-3E1 | ১০ আগস্ট, ১৯৭৯ | উপগ্ৰহ উৎক্ষেপণ যান | এস এল ভি নিক্ষেপণ মঞ্চ | রোহিণী প্ৰযুক্তি পেলোড (RTP)[৫] | ৩৫ কিলোগ্ৰাম | নিম্ন ভূ-কক্ষপথ | ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা | ব্যর্থতা |
উৎক্ষেপণের ৩১৭ সেকেণ্ড ররে ত্ৰুটিপূৰ্ণ কপাটের জন্য যানটি দুৰ্ঘটনাগ্ৰস্ত হয়ে বঙ্গোপসাগরে পড়ে।[৩] | |||||||||
২ | SLV-3E2 | ১৮ জুলাই, ১৯৮০ | উপগ্ৰহ উৎক্ষেপণ যান | এস এল ভি নিক্ষেপণ মঞ্চ | রোহিণী উপগ্ৰহ RS-1 | ৩৫ কিলোগ্ৰাম | নিম্ন ভূ-কক্ষপথ | ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা | সাফল্য [৩] |
এটিই ছিল ভারতের দেশীয় উৎক্ষেপণ যান এস এল ভি দ্বারা সফলতার সাথে প্ৰক্ষেপিত প্ৰথম উপগ্ৰহ। | |||||||||
৩ | SLV-3D1 | ৩১ মে’, ১৯৮১ | উপগ্ৰহ উৎক্ষেপণ যান | এস এল ভি নিক্ষেপণ মঞ্চ | রোহিণী উপগ্ৰহ RS-D1 | ৩৮ কিলোগ্ৰাম | নিম্ন ভূ-কক্ষপথ | ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা | আংশিক ব্যর্থতা |
নিম্ন কক্ষপথের জন্য ৯ দিন পরেই উপগ্ৰহটি নষ্ট হয়।[৩] | |||||||||
৪ | SLV-3 | ১৭ এপ্ৰিল, ১৯৮৩ | উপগ্ৰহ উৎক্ষেপণ যান | এস এল ভি নিক্ষেপণ মঞ্চ | রোহিণী উপগ্ৰহ RS-D2 | ৪১.৫ কিলোগ্ৰাম | নিম্ন ভূ-কক্ষপথ | ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা | সাফল্য[৩] |
ভূ-নিরীক্ষণ উপগ্ৰহ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Launch Vehicles"। Department of Space, Government of India। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৪।
- ↑ ডঃ এ পি জে আব্দুল কালাম, অরুণ তেওয়ারি (২০১১)। অগ্নিৰ ডেউকা। সুরেশ শৰ্মা কর্তৃক অনূদিত। জ্যোতি প্ৰকাশন।
- ↑ ক খ গ ঘ ঙ চ TS Subramanian। "Silver jubilee of the first successful SLV-3"। Frontiline। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "SLV"। isro.gov.in। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-০৫।
- ↑ "Rohini Technology Payload"। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৪।