উনাই নুনিয়েস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উনাই নুনিয়েস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম উনাই নুনিয়েস গেস্তোবো
জন্ম (1997-01-30) ৩০ জানুয়ারি ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান সেস্তাও, স্পেন
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
অ্যাথলেটিক বিলবাও
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৭–২০১৫ অ্যাথলেটিক বিলবাও
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৬ বাস্কোনিয়া ২৮ (১)
২০১৬–২০১৭ অ্যাথলেটিক বিলবাও বি ৩৩ (৩)
২০১৭– অ্যাথলেটিক বিলবাও ৫৭ (১)
জাতীয় দল
২০১৭–২০১৯ স্পেন অনূর্ধ্ব-২১ ১৩ (০)
২০১৯– স্পেন (০)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 স্পেন
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ২০১৯ ইতালি-সান মারিনো
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৩০, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৩০, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

উনাই নুনিয়েস গেস্তোবো (বাস্ক: [unai nuɲes̻]; স্পেনীয়: [ˈunaj ˈnuɲeθ], ইংরেজি: Unai Núñez; জন্ম: ৩০ জানুয়ারি ১৯৯৭; উনাই নুনিয়েস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগায় অ্যাথলেটিক বিলবাও এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৭–০৮ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব অ্যাথলেটিক বিলবাও কান্তেরার হয়ে খেলার মাধ্যমে নুনিয়েস ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়েই খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১৫–১৬ মৌসুমে, বাস্কোনিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, বাস্কোনিয়ার হয়ে তিনি ১ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ২৮ ম্যাচে ১টি গোল করেছেন। পরবর্তীতে তিনি অ্যাথলেটিক বিলবাও বি-এর হয়ে খেলেছেন। ২০১৭–১৮ মৌসুমে, তিনি অ্যাথলেটিক বিলবাও বি হতে অ্যাথলেটিক বিলবাওয়ের মূল দলে যোগদান করেছেন।[২]

দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, নুনিয়েস এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যেটি হচ্ছে ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শিরোপা।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "উনাই নুনিয়েসের তথ্য"হুস্কোরড। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০ 
  2. "অ্যাথলেটিক বিলবাও বি হতে অ্যাথলেটিক বিলবাওয়ে যোগদান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০ 
  3. "২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বিজয়ী স্পেন"উয়েফা। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]