উত্তর পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র
উত্তর পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | দিল্লি |
বিধানসভা নির্বাচনী এলাকা | ১০ টি |
প্রতিষ্ঠিত | ২০০৯-বর্তমান |
মোট নির্বাচক | ১৯,৫৭,৭০৮ (২০১৪) [১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
উত্তর পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রটি উত্তর ভারতের দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৬ সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংক্ষরিত আসন এবং মোট ১০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি ও ইংরাজী। এই লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১৪,৪৭,২৩০ জন।
এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ কারণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হলে, সেটা উপনির্বাচন নামে পরিচিত হয়।
এই লোকসভা কেন্দ্রটি দিল্লির মধ্য দিল্লি, শাহদরা এবং উত্তর পূর্ব দিল্লি জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[২][৩][৪]
ইতিহাস
[সম্পাদনা]উত্তর পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে ২০০৯ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই লোকসভা কেন্দ্রটির অধিকাংশ বাসিন্দাই উত্তর প্রদেশ বা বিহার থেকে আগত পরিযায়ী৷[৫]
বিধানসভা কেন্দ্র গুলি
[সম্পাদনা]লোকসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০ টি নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য দিল্লির বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১০ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা কেন্দ্র তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন।[৬]
- বুরাড়ী বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি মধ্য দিল্লি জেলায় অবস্থিত৷
- তিমারপুর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মধ্য দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
- সীমাপুরী বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি শাহদরা জেলায় অবস্থিত৷ এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন।
- রোহতাসনগর লোকসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি শাহদরা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷৷
- সীলমপুর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৫ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি উত্তর পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷
- ঘোণ্ডা বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
- বাবরপুর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি শাহদরা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।
- গোকলপুর লোকসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷ এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন৷
- মুস্তাফাবাদ বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৯ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি উত্তর পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷
- করাউলনগর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর পূর্ব দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০।
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
- ↑ http://myneta.info/delhi2015/
- ↑ https://ceodelhi.gov.in/Content/ECRP.aspx
- ↑ "Elections 2019: Tight Triangular Contest in Purvanchali-Dominated North East Delhi"। NewsClick (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-১১। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২২।
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)। Manipur। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]