উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধি প্রকল্প
গঠিত | ২০০৮ |
---|---|
আইনি অবস্থা | নিষ্ক্রিয় |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধি প্রকল্প বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে উচ্চশিক্ষার উন্নতিকল্পে পরিচালিত বাংলাদেশ সরকারের একটি প্রকল্প ছিল।[১][২] উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধি প্রকল্প এবং সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নতির লক্ষ্যে একসাথে শুরু করা হয়েছিল।[৩]
ইতিহাস
[সম্পাদনা]২০০৮ সালের ২৪ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সরকারি ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা তহবিল ও অনুদান প্রদানের লক্ষ্যে উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধি প্রকল্পের অনুমোদন দেয়।[৪]
উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধি প্রকল্পটি ২০০৯ সালে শুরু হয়েছিল এবং পাঁচবার এর সময় বাড়ানো হয়েছে।[৫] ৮ ই মার্চ ২০১৫ এ, প্রকল্পের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এয়ার কোয়ালিটি রিসার্চ অ্যান্ড মনিটরিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল।[৬] জুলাই ২০১৭ সালে, প্রকল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র এবং ফটোগ্রাফি বিভাগে একটি স্টুডিও বিল্ডিংয়ের জন্য অর্থায়ন করেছিল।[৭]
প্রকল্পটি ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে শেষ হয়েছিল। প্রকল্পটি ২৩৮.১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছিল। এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বাংলাদেশ)-এর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছিল।[৫][৮] উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধি প্রকল্প উচ্চ শিক্ষাকে ডিজিটালাইজ করার লক্ষ্যে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক তৈরি করেছে।[৯] সরকার হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন নামে আরও একটি উচ্চশিক্ষা প্রকল্পের পরিকল্পনা করছে।[১০][১১]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক তানজিম উদ্দিন খান এই প্রকল্পের প্রশাসন ও একাডেমিক উন্নতি নয়, বরং অবকাঠামোগত উন্নয়নে খুব বেশি মনোযোগী বলে সমালোচনা করেছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "University teachers must be given due respect as well as benefits: Professor Abdul Mannan"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ "World Bank Project : Bangladesh - Higher Education Quality Enhancement Project - P106216"। World Bank (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২১।
- ↑ "Secondary Education Quality and Access Enhancement Project (SEQAEP) – Social Security Policy Support (SSPS) Programme" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ "Ecnec okays 11 projects worth Tk 4547 crore"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-১০-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ ক খ গ "HEQEP: infrastructural or intellectual development?"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২১।
- ↑ "Air quality monitoring centre set up at DU"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৪-১২-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ "Dhaka University launches TV studio"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ "'Expand quality in higher edn'"। ‘Expand quality in higher edn’ | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ Express, The Financial। "What should be higher education strategy for Bangladesh?"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ "The future of higher education in Bangladesh"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৭।
- ↑ "Higher Education Acceleration and Transformation Project" (পিডিএফ)। University Grant Commission। ১ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২১।