উইলিয়াম এলিস (ইংরেজ ব্যবসায়ী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইলিয়াম এলিস ছি‌লেন ইস্ট ই‌ন্ডিয়া কোম্পানির পাটনা ফ্যাক্টরির প্রধান এবং একজন ইং‌রেজ ব‌্যবসায়ী। বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার জন্য দস্তককে ব্যাপকভাবে অপব্যবহার ক‌রে‌ছি‌লেন। তি‌নি ইস্ট ই‌ন্ডিয়া কোম্পানি এবং নবাব মীর কাসিম এর ম‌ধ্যে হওয়া যু‌দ্ধের জন‌্য প্রত্যক্ষভাবে দায়ী ছি‌লেন।[১]

ইস্ট ই‌ন্ডিয়া কোম্পানি এবং নবাবমির কা‌সিম এর ম‌ধ্যে সংঘ‌টিত যু‌দ্ধে উইলিয়াম এলিস এর ভূ‌মিকা[সম্পাদনা]

পলাশীর যু‌দ্ধের পর ইস্ট ই‌ন্ডিয়া কোম্পানির কর্মকর্তাগণ নি‌জেরদর অ‌নেক প্রভাবান্বিত ভা‌বে এবং বিনাশুল্কে অভ্যন্তরীণক্ষেত্রে ব্যবসা করা শুরু করে দেয়। তারা ব্যক্তিগত ব্যবসায় দস্তকের অপব্যবহার শুরু করে ফ‌লে, তা‌দের এবং ভারতীয় ব‌্যবসায়ী‌দের ম‌ধ্যে অসমতার সৃ‌ষ্টি হয় এবং দেশীয় ব‌্যবসায়ীগণ তা‌দের সা‌থে প্রতি‌যোগীতায় পে‌রে উ‌ঠে ন‌া। এতে দে‌শের বা‌ণিজ‌্য তা‌দের হা‌তে চ‌লে যায়। তাই, এ সমস‌্যা সমাধা‌নে নবাব মীর কাসিম অভ্যন্তরীণ শুল্ক সম্পূর্ণরূ‌পে তুলে দেন, যাতে সবাই একই অবস্থানে থেকে ব‌্যবসা করতে পারে। উইলিয়ম এলিস এ পদক্ষেপ‌কে শত্রুতামূলক পদক্ষেপ হি‌সে‌বে বি‌বেচনা করে এবং তার প্রতিক্রিয়া হিসেবে তিনি পাটনা দখল করার চেষ্টা করেন। মীর কাসিম তাঁর সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হন এবং তাকে পরাজিত এবং হত‌্যা ক‌রেন।

এ ঘটনাটি থেকেই মীর কাসিম ও কোম্পানির মধ্যে যুদ্ধ শুরু হয় এবং ১৭৬৪ সা‌লে বক্সা‌রের যু‌দ্ধে মীর কা‌সিম চূড়ান্তভা‌বে পরা‌জিত হ‌লে ব্রিটিশ শাসন সুপ্রতিষ্ঠিত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]