উইন্ডামেয়ার হোটেল

স্থানাঙ্ক: ২৭°০২′৪৫″ উত্তর ৮৮°১৬′০৪″ পূর্ব / ২৭.০৪৫৮৩° উত্তর ৮৮.২৬৭৭৮° পূর্ব / 27.04583; 88.26778
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইন্ডামেয়ার হোটেল
উইন্ডামেয়ার হোটেল
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থানদার্জিলিং (অবজার্ভেটরি হিল), পশ্চিমবঙ্গ,  ভারত
কার্যারম্ভ১৮৪১; ১৮২ বছর আগে (1841)
অন্যান্য তথ্য
কক্ষ সংখ্যা৪৬টি রুম[১]
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

উইন্ডামেয়ার হোটেল হল একটি ঔপনিবেশিক হোটেল। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে অবজার্ভেটরি হিলের উপর অবস্থিত। ১৮৪১ সালে প্রতিষ্ঠার সময় এটি ছিল চা আবাদকারীদের বোর্ডিং হাউস। ১৮৮০-এর দশকে চুক্তিবদ্ধ অন্যান্য রাজন্যবর্গও এখানে থাকতেন। সেই সময় এটির নাম ছিল ‘অ্যাডা ভিলা’। ১৯৩৯ সালে এটিকে হোটেলে রূপান্তরিত করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

১৮৪১ সালে সেই সময়কার ব্রিটিশ ভারতের দার্জিলিং-এ অবিবাহিত ব্রিটিশ চা আবাদকারীদের বাসস্থান হিসাবে এই হোটেলটি চালু হয়। ১৮৮০-এর দশকে এটিকে বোর্ডিং হাউস হিসাবে খুলে দেওয়া হয়। ‘অ্যাডা ভিলা’ নামে সম্পত্তিটির মালিক হলেন রবীন মুখার্জির পরিবারবর্গ। টেন্ডাফ লা নামে তিব্বতি বংশোদ্ভূত এক সিক্কিমির কাছে এটি লিজ দেওয়া ছিল। তিনিই এটিকে হোটেলে রূপান্তরিত করেন এবং নাম দেন উইন্ডামেয়ার। আগে যে লোরেটো কনভেন্ট ছিল, সেটি প্রসারিত করে ও অধিগ্রহণ করে হোটেলের একটি নতুন উইং চালু হয়।[২]

১৯৫৯ সালে সিক্কিমের যুবরাজ পালডেন থোনডুপ নামগয়াল তাঁর ভাবী স্ত্রী হোপ কুকের প্রথম দেখা পান উইন্ডামেয়ার হোটেলে।

এই হোটেল থেকে নিচে চা বাগান এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্ট দেখা যায়।

সূত্র[সম্পাদনা]

  1. "The Hotelist 2009":Darjeeling A Directory of Hotels in India.
  2. Darjeeling is all the Raj ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ আগস্ট ২০০৯ তারিখে The Australian, 1 August 2009.

বাইরের জানলা[সম্পাদনা]