উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া অভিযান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই গেমটির নাম কি অ্যাডভেঞ্চার থাকবে নাকি অভিযান নাকি অন্য কিছু? --আফতাব (আলাপ) ১৬:১৩, ৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলায় হলে দুঃসাহসিক অভিযান হবে। --শরীফ (আলাপ) ১৬:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমার মনে হয় অ্যাডভেঞ্চার নামাটি থাকলেই ভালো, কেননা কিছু শব্দ এমসভাবে প্রচলিত হয়ে গেছে সেটার বাংলা ব্যবহার করলে তেমন শ্রুতিমধুর হয় না। তাই মনে হয় অ্যাডভেঞ্চার শব্দটি ব্যবহারই অধিক যুক্তিযুক্ত। -- --ইকবাল হোসেন (আলাপ) ০৪:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অগ্রগতি[সম্পাদনা]

--আফতাব (আলাপ) ১৭:২১, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা করার অনুমতি প্রয়োজন[সম্পাদনা]

প্রিয় নাহিদ ভাই এবং আফতাব ভাই উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া অ্যাডভেঞ্চার এই প্রকল্পটির জাবা পাতাগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। কিন্তু অনুমতির বিষয় থাকার হেতু আমি এখানে সম্পাদনা করতে পারছি না। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। --ইকবাল হোসেন (আলাপ) ০৫:১৯, ১৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ইকবাল ভাই, মিডিয়াউইকির পাতাগুলি স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত করা। সুরক্ষা সরিয়ে নেয়ার কোন ব্যবস্থা মিডিয়াউইকিতে নেই। আপনি এক কাজ করতে পারেন। ইংরেজি উইকি থেকে en:Mediawiki:Guidedtour-tour-twa3.js কপি করে এনে ব্যবহারকারী:Iqsrb722/Guidedtour-tour-twa3.js নামে পাতা তৈরি করে অনুবাদ করেন। অনুবাদ শেষ হলে আমি পাতার ইতিহাসহ মিডিয়াউইকি নামস্থানে সরিয়ে নিব। --আফতাব (আলাপ) ১৬:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাব ভাই ধন্যবাদ।ইকবাল হোসেন (আলাপ) ০৯:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]