উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/সাহায্যের অনুরোধ/নির্দেশনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রসনিমা
নিবন্ধ মানোন্নয়নে সাহায্যের অনুরোধ পাতা

এই পাতায় রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের নিবন্ধ মানোন্নয়ন শাখায় কোনো নিবন্ধের মানোন্নয়নে সাহায্যের অনুরোধ করুন।

অনুরোধের জন্য নির্দেশাবলি

নিবন্ধ মানোন্নয়নে সাহায্যের অনুরোধ করার জন্য নিচের বোতামটি চেপে তাতে বিদ্যমান নির্দেশনা অনুসারণ করুন:

লক্ষ্য করুন:

  • নতুন ব্যবহারকারী হিসেবে আপনার তৈরিকৃত নিবন্ধে সাহায্যের প্রয়োজন হলে এখানে অনুরোধ করতে পারেন।
  • কোনো নিবন্ধ সম্প্রসারণ, অনুবাদ সম্পূর্ণীকরণ কিংবা হালনাগাদের জন্য এখানে অনুরোধ করতে পারেন।
  • এটি একটি সাহায্যের অনুরোধ। অর্থাৎ, আপনার নিবন্ধকে একটি ভালো মানে আনতে সংঘের সদস্যরা শুধু আপনাকে সাহায্য করবেন।
  • অনুরোধ গ্রহণকারী মানোন্নয়নের অংশ হিসেবে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত সাহায্য করে যাবেন। সেটি হতে পারে অনুবাদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত কিংবা যান্ত্রিক অনুবাদ দূরীকরণ করা পর্যন্ত। অনুরোধ গ্রহণকারী কোন পর্যন্ত কাজ করবেন, সেটি পূর্বেই ঘোষণা দিয়ে নেবেন।
    • আপনার যদি কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত সাহায্যের প্রয়োজন হয়, তবে অনুরোধে সেটি উল্লেখ করুন।
  • কোনো নিবন্ধকে ভালো নিবন্ধ কিংবা নির্বাচিত নিবন্ধ হিসেবে মানোন্নত করতে চাইলে আপনার অনুরোধে সেটি স্পষ্টভাবে উল্লেখ করুন। সংঘের সদস্যরা কাজ করা অংশটুকুর মানের নিশ্চয়তা দেবেন। পুরো নিবন্ধটির ভালো নিবন্ধ কিংবা নির্বাচিত নিবন্ধ হিসেবে মনোনীত হওয়া পর্যালোচকবৃন্দের ওপর নির্ভর করে।
    • মানোন্নয়নের পর যদি নিবন্ধের রচনা সংশোধনের প্রয়োজন মনে করেন, তবে রচনা সংশোধন শাখায় আরেকটি অনুরোধ করুন। ভালো নিবন্ধ কিংবা নির্বাচিত নিবন্ধ হিসেবে প্রস্তাবনার পূর্বে রচনা সংশোধন করিয়ে নিন।
  • নিবন্ধটি আপনার তৈরিকৃত কিংবা নিবন্ধটিতে আপনার উল্লেখযোগ্য অবদান না থাকলে, বিনা কারণে অনুরোধ করবেন না। সংঘের নিবন্ধ মানোন্নয়ন শাখা উইকিপিডিয়ার গুরুত্বপূর্ণ নিবন্ধের একটি তালিকা অনুসরণ করে। তা সত্ত্বেও, আমরা আপনার অনুরোধকে প্রাধান্য দিই। অবদানকারীদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ বিনা কারণে অতিরিক্ত কাজের চাপ তৈরি করবেন না।
  • নিবন্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যতীত কোনো অনিবন্ধিত ব্যবহারকারীর অনুরোধ গৃহীত হবে না। যেকোনো ব্যবহারকারী এরকম আইপি থেকে কৃত অনুরোধ যেকোনো সময় বাতিল করে দিতে পারেন।
  • সম্পাদকদের সক্রিয়তার ওপর নির্ভর করে অপেক্ষার সময় দীর্ঘায়িত হতে পারে। অনুগ্রহ করে ধৈর্য ধরুন এবং অনুরোধকৃত পাতায় সম্প্রসারণ কিংবা মানোন্নয়ন অব্যাহত রাখুন।
  • একজন ব্যবহারকারী একসাথে সর্বোচ্চ একটি সক্রিয় অনুরোধ রাখতে পারবেন। এই নিয়মের উদ্দেশ্য হলো, যাতে সংঘের নিবন্ধ তালিকায় থাকা নিবন্ধগুলোর জন্য যথেষ্ট সময় পাওয়া যায় এবং সকল অনুরোধকারীই দ্রুততম সময়ে তাদের প্রয়োজনীয় নিবন্ধের জন্য সমান সুযোগ পেতে পারেন।
  • অনুরোধগুলো পূরণের ক্ষেত্রে সংঘ আশা করে যে, অনুরোধকারীও সক্রিয়ভাবে অবদান রেখে যাবেন। তবে ক্ষেত্রবিশেষে আপনি যদি সেই সময়ে সক্রিয় থাকতে না পারেন, তাহলে আপনার অনুরোধে সেটির উল্লেখ করুন।
  • অনুরোধ সংক্রান্ত যেকোনো সমস্যা আপনার দৃষ্টিগোচর হলে অনুরোধের আলাপ পাতায় জানান।

আরও লক্ষ্য করুন যে, নিম্নলিখিত নিবন্ধসমূহের ক্ষেত্রে কৃত অনুরোধ বাতিল করা হতে পারে: