উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোনা লিসা চিত্রকর্ম
মোনা লিসা চিত্রকর্ম

লিসা দেল জোকোন্দো (১৫ জুন ১৪৭৯ – ১৫ জুলাই ১৫৪২) ছিলেন একজন ইতালীয় সম্ভ্রান্ত নারী। তিনি ফ্লোরেন্সতোসকানার গেরার্দিনি পরিবারের সদস্য ছিলেন। ইতালীয় রেনেসাঁর সময়ে লিওনার্দো দা ভিঞ্চি তার প্রতিকৃতি হিসেবে জগদ্‌বিখ্যাত মোনা লিসা চিত্রকর্মটি এঁকেছিলেন বলে বিবেচনা করা হয়। তার বাবা ছিলেন আন্তনমারিয়া দি নলদো গেরার্দিনি এবং মা লুক্রেজিয়া দেল কাচ্চা। ১৪৯৫ সালের ৫ মার্চে ১৫ বছর বয়সে কাপড়রেশম ব্যবসায়ী ফ্রান্সেসকো দেল জোকোন্দোর সাথে তার বিয়ে হয়। লিসা-ফ্রান্সেস্কো দম্পতির পাঁচজন সন্তান ছিল। ১৫০৩ সালে লিওনার্দো দা ভিঞ্চি ফ্রান্সেসকোর ফরমায়েশ পেয়ে লিসা দেল জোকোন্দোর প্রতিকৃতি আঁকা শুরু করেন। বিংশ শতাব্দী পর্যন্ত মোনা লিসা ছবিতে আঁকা নারীর পরিচয় সম্পর্কে বেশ বিতর্ক থাকলেও ২০০৫ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আবিষ্কৃত হওয়া একটি বইয়ের ডান মার্জিনে আগোস্তিনো ভেসপুচ্চির লেখা একটি টীকার মাধ্যমে সব জল্পনার অবসান ঘটিয়ে সন্দেহাতীত ভাবে মোনা লিসার সাথে লিসার সম্পর্ক প্রতিষ্টিত হয়। বাকি অংশ পড়ুন...