বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা/সংগ্রহশালা/২০২৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বট পতাকা অপসারণ

[সম্পাদনা]

বট দুইটি সর্বশেষ সম্পাদনা করেছে প্রায় দুইবছর আগে। ভবিষ্যতেও সক্রিয় হবার সম্ভাবনা নেই। অভ্যর্থনা কমিটি বটের কাজ এখন KanikBot করে। Yahya (আলাপ) ০৯:৪১, ১৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রথমেই বলে নিই এই যে, ব্যুরোক্র্যাট হিসেবে নয়, বরং বট অপারেটর হিসেবে মন্তব্য রাখছি। WikitanvirBot-এর ভবিষ্যতে সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই তা ঠিক নয়। সুনির্দিষ্ট কাজে এটি ব্যবহারের পরিকল্পনা আমার আছে। আমি তাই এটির বট পতাকা অপসারণ না করার অনুরোধ করবো। আর অভ্যর্থনা কমিটি বট চালু করা হয়েছিলো ভবিষ্যত পরিকল্পনার কথা চিন্তা করে যেনো ব্যক্তিগত বট থেকে স্বাগত বার্তা না গিয়ে একটি সামঞ্জস্যপুর্ণ নামের ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে যায় (যেমন: কমন্সের Wikimedia Commons Welcome)। এটি বাংলা উইকিপিডিয়াসহ অন্য বাংলা উইকি প্রকল্পগুলোর জন্যও প্রযোজ্য। এটি আমি অপারেট করলেও শেয়ারকৃতভাবে কাজ করার চিন্তা মাথায় ছিলো যা তখন করা সম্ভব না হলেও এখন খুব-ই সম্ভব (এখন আগের চেয়ে বেশি কারিগরীভাবে সামর্থ ব্যবহারকারী সক্রিয় আছেন)। আমি ব্যবহারকারী:Ahmad Kanik-কে বিষয়টি বিবেচনার অনুরোধ করবো। রাজি থাকলে আমি পরবর্তী পদক্ষেপ নিতে আগ্রহী। — তানভির১৬:৫৬, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
জ্বী। স্বাগতম বার্তার জন্য উক্ত বটের নামটি উপযোগী। কনিকবট অন্য বটগুলোর বন্ধ থাকা কাজগুলো চালু রাখার চেষ্টার অংশ হিসেবে এটি শুরু করে। অভ্যর্থনা কমিটি বট পুনরায় চালু হলে আমার বট সম্পাদনা দ্বন্দ্ব সৃষ্টি করার কথা না, তবে চালু হবার পর অবগত হলে বন্ধ করে দিব। কনিকবটের স্ক্রিপ্টগুলো অন্য বটগুলোও ব্যবহার করতে পারে। এছাড়াও @Wikitanvir: যদি আপনি অভ্যর্থনা কমিটি বট চালু করতে আমাকে বটটির টুল একাউন্টে সদস্য করেন (উইকিটেক-এও Ahmad Kanik নামে), তাহলে সেখান থেকে বটটি চালু করতে চেষ্টা করব। শুধু পাইউইকিবটের জন্য বটপাসওয়ার্ড দ্বারা রিডঅনলি ফাইল user-password.py থাকলে/তৈরি করে দিলে বাকি কাজ করতে পারব আশা করি। — AKanik 💬 ১৭:৫৪, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmad Kanik আপনাকে আমি টুল মেইনটেইনার হিসেবে যুক্ত করেছি। পাইউইকবট ইন্সটল, আপডেট স্ক্রিপ্ট, ও user-password.py তৈরি আছে এবং কাজও করছে। আপনি শুরু করে দিতে পারেন। সাহায্য করার জন্য ধন্যবাদ। — তানভির১৮:৫২, ১৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir: ধন্যবাদ। আমি আগামীকাল সময় করে দেখব। — AKanik 💬 ১৯:২৫, ১৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]