বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:প্রশাসক/প্রশাসকত্ব পর্যালোচনা/সংগ্রহশালা/২০১৮-২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই পাতাটি ২০১৮ ও ২০১৯ সালের প্রশাসকত্ব পর্যালোচনার সংগ্রহশালা।

২০১৮

মার্চ

উর্ত্তীর্ণ হওয়া নীতিমালা অনুসারে ১৯ জন প্রশাসকের মধ্যে নিম্নলিখিত প্রশাসকগণ ২০১৮-এর মার্চ মাস অনুসারে মানদণ্ড ২ পূরণ করতে ব্যর্থ হন ও তাঁদের বার্তা দেয়া হয়। নীতিমালার ২.১ পয়েন্ট অনুসারে তিন মাস পর তাঁদের অবস্থান:

  • Nasirkhan (আলাপ · অবদান) ☒না - বার্তা পাওয়ার পর প্রশাসক অধিকার রাখবেন বলে জানান কিন্তু ৩ মাসের মধ্যেও সক্রিয়তা নীতিমালা পূরণ করতে ব্যর্থ হন। ২০১৯ দেখুন
  • Ragib (আলাপ · অবদান) ☒না - বার্তা পাওয়ার পর প্রশাসক অধিকার রাখবেন বলে জানান কিন্তু ৩ মাসের মধ্যেও সক্রিয়তা নীতিমালা পূরণ করতে ব্যর্থ হন। ২০১৯ দেখুন
  • Bellayet (আলাপ · অবদান) ☒না - বার্তা পাওয়ার পর প্রশাসক অধিকার রাখবেন বলে জানান কিন্তু ৩ মাসের মধ্যেও সক্রিয়তা নীতিমালা পূরণ করতে ব্যর্থ হন। ২০১৯ দেখুন
  • Wikitanvir (আলাপ · অবদান) YesY - বার্তা পাওয়ার পর প্রশাসক অধিকার রাখবেন বলে জানান ও ৩ মাসের মধ্যে সক্রিয়তা নীতিমালা পূরণ করতে সমর্থ হন। প্রশাসকত্ব বাতিল করা হলো না
  • Intakhab (আলাপ · অবদান) ☒না - বার্তা পাওয়ার পর প্রশাসক অধিকার রাখবেন বলে জানান কিন্তু ৩ মাসের মধ্যেও সক্রিয়তা নীতিমালা পূরণ করতে ব্যর্থ হন। ২০১৯ দেখুন
  • Jayantanth (আলাপ · অবদান) YesY - বার্তা পাওয়ার পর প্রশাসক অধিকার রাখবেন বলে আলোচনাসভায় জানানি, কিন্তু ৩ মাসের মধ্যে সক্রিয়তা নীতিমালা পূরণ করতে সমর্থ হন। প্রশাসকত্ব বাতিল করা হলো না

আগস্ট

৬ আগস্ট ২০১৮ তারিখে সতর্কতা বার্তা দেয়া হয়। নীতিমালার ২.১ পয়েন্ট অনুসারে তিন মাস পর তাঁর অবস্থান:

  • Tanweer Morshed (আলাপ · অবদান) ☒না - বার্তা পাওয়ার পর প্রশাসক অধিকার রাখবেন নাকি রাখবেন না কিছু জানান নি। অতিরিক্ত হিসেবে ৩ মাসের মধ্যেও সক্রিয়তা নীতিমালা পূরণ করতে ব্যর্থ হন। ২০১৯ দেখুন

২০১৯

মার্চ

উর্ত্তীর্ণ হওয়া নীতিমালা অনুসারে ১৬ জন প্রশাসকের মধ্যে নিম্নলিখিত প্রশাসকগণ ২০১৯-এর মার্চ মাস অনুসারে মানদণ্ড ২.১ (টীকায় দ্রষ্টব্য) পূরণ করতে ব্যর্থ হন:

উপরোক্ত সকল প্রশাসক ২০১৮ সালের পর্যালোচনায় সক্রিয় প্রশাসকের মানদণ্ড পূরণে ব্যর্থ হন, তাঁদের সকলকে বার্তা দেয়ার পর প্রশাসকত্ব রাখবেন বলে জানান কিন্তু ৩ মাসের অধিক সময়েও (১ বছর পরেও) মানদণ্ড পূরণ করতে পারেননি। মানদণ্ড ২.১ (টীকায় দ্রষ্টব্য) অনুসারে তাঁদের প্রশাসকত্ব ও ব্যুরোক্র্যাটত্ব (যদি থাকে) বাতিল করা হল।