উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Ctg4Rahat[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়াতে নিয়মিত মৌলিক বিজ্ঞানবিষয়ক নিবন্ধসহ আরও বিভিন্ন নিবন্ধ তৈরী ও মানোন্নয়নে কাজ করছি। আমি উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে পরিচিত ও তা উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু যোগের ক্ষেত্রে তা মেনে চলি। এছাড়া আমি কখনো কোন নিবন্ধে কোন অবাঞ্ছিত লেখা যোগ করি নি কখনো করবোওনা। রাহাত (আলাপ) ২১:৪৪, ২৬ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২৩, ২৭ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]


NahidSultan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:'    '

আমি নিয়মিত বাংলা উইকিপিডিয়াতে চলচ্চিত্র, জীবনী ও আরো বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ যোগ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করছি। আমার উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারনা রয়েছে। আমি আমার লেখায়ও কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালাগুলো মেনে চলি। NahidSultan (আলাপ) ১১:৫১, ১২ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি ইতিমধ্যেই স্বয়ংক্রিয় পরীক্ষন অধিকারপ্রাপ্ত ব্যবহারকারী (দেখুন)। লিমন ১২:০২, ১২ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি দুঃখিত। পিসির মনিটরে সমস্যা হওয়ায় ভুলক্রমে এই অনুচ্ছেদে আবেদন করে ফেলেছি। যাইহোক, আফতাব ভাই, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। NahidSultan (আলাপ) ১৩:০৪, ১২ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Pratyya Ghosh[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি এই উইকি-তে সর্বমোট ৭০০ এর বেশি সম্পাদনা করেছি। সেই সাথে ৮টি নিবন্ধ তৈরি করেছি। এছারাও সামনে আরও ৫টি নিবন্ধ তৈরি করব। এখন আমি মনে করি ১৯ হাজারের বেশি বৈশ্বিক সম্পাদনা থাকা এবং বাংলা মাতৃভাষা হওয়ায় আমার নিজের তৈরি নিবন্ধ ও নিজের সম্পাদনা পরিক্ষিত বলে চিহ্নিত করার সামর্থ্য ও যোগ্যতা আমার আছে। তাই আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার-টি আবেদন করছি। আপনার সিদ্ধান্ত নেয়ার আগে যদি কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই তা করুন এবং আমার আলাপ পাতায় ফিরতি বার্তা দিন। ধন্যবাদ। প্রত্যয় (স্বাগতম) ১৪:৪৫, ১ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  •  সমর্থন প্রত্যয়ের রোলব্যাক ও নিরীক্ষক অধিকার রয়েছে তাই প্রত্যয় সম্ভবত এই অধিকার পাওয়ার যোগ্য। কিন্তু প্রত্যয় ইংরেজি উইকিরমত এখানে তেমন সক্রিয় নয়। তাই আমি মনে করি প্রত্যয়কে সক্রিয়তা বিচার করে সাময়িকভাবে এই অধিকার প্রদান করা যেতে পারে। তবে এই ব্যাপারে কোন সন্দেহ নেই, প্রত্যয় এই অধিকার পাওয়ার যোগ্য। আমি শুধু এটুকু সিউর হতে চাচ্ছি যে, সে ইংরেজি উইকিরমত এই উইকিতেও নিয়মিত হবে।--যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৬:৩৪, ১ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বাস্তব জীবনে একটু ব্যস্ততার জন্য গত মাসে আমার যেকোনো একটি উইকি বেছে নিতে হয়েছিল। আমি ইংরেজি উইকি বেছে নিয়েছিলাম। তবে এখন ব্যস্ততা একটু কমেছে। তাই এখন এই বাংলা উইকিতেও সময় দিব এবং সক্রিয় হব। কারন এটা আমার মাতৃভাষা। তাকে একটু সময় দেয়া উচিত। আর নাহিদ ভাই, সমর্থন দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।--প্রত্যয় (স্বাগতম) ০৯:৫৫, ২ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ২২:৩৬, ১০ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]