বিষয়বস্তুতে চলুন

ইসাবেল্লে লেইতে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসাবেল্লে লেইতে
জন্ম
ইসাবেল্লে ডি ফারিয়াস

(1990-09-02) ২ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৩)
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১২ - বর্তমান

ইসাবেল্লে লেইতে (জন্ম: ২ সেপ্টেম্বর ১৯৯০)[] একজন ব্রাজিলীয় অভিনেত্রী এবং মডেল। তিনি মূলত ভারতীয় চলচ্চিত্রে কাজ করে থাকেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তালাশ: দ্য আন্সার লাইস উইদিন-এর একটি ছোট চরিত্রে ভূমিকার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশের পরে তিনি ২০১৩ সালের কিশোর-নাট্যধর্মী চলচ্চিত্র সিক্সটিন-এ মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তার দ্বিতীয় চলচ্চিত্রটি ছিল প্রণয়ধর্মী পুরানী জিন্স (২০১৪)।[] মডেল হিসাবে তিনি লাকমে বিউটি প্রোডাক্টস, প্রোক্টর এন্ড গাম্বল, বিগ বাজার এবং পাকিস্তানি ব্র্যান্ড নিশাত লিনেন'র বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি সিক্সটিন চলচ্চিত্রের তার অভিনয়ের জন্য লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৪-তে শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর জন্য মনোনীত হয়েছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সাথেও ডেটিং করেছিলেন।[] তিনি লাহোর সঙ্গীত ভিডিওতে গুরু রনধাওয়ার সাথে উপস্থিত হয়েছিলেন, যা ইউটিউবে ৮৭১ মিলিয়ন (১৮ জুলাই, ২০২০ পর্যন্ত) এর বেশিবার দেখা হয়েছে।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০১২ তালাশ: দ্য আন্সার লাইস উইদিন পতিতা হিন্দি
২০১৩ সিক্সটিন অনু
২০১৪ পুরানি জিন্স নয়নতারা সাপ্রু
২০১৮ নরেন্দ্র তেলুগু
২০১৯ মি. মজনু মাধবী
২০২০ ওয়ার্ল্ড ফেমাস লাভার ইসা

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]