ইসমাইল হোসেন খান
অবয়ব
ইসমাইল হোসেন খান | |
---|---|
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ১৯৭৭ – ১৯৭৯ | |
সংসদীয় এলাকা | বরপেটা |
ব্যক্তিগত বিবরণ | |
শিক্ষা | এলএলবি |
প্রাক্তন শিক্ষার্থী | গুয়াহাটি বিশ্ববিদ্যালয় |
ইসমাইল হোসেন খান বরপেটা আসনের ভারতীয় সংসদের সাবেক সংসদ সদস্যদের একজন ছিলেন।[১]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]খান আসামের বারপেটা একটি ছোট গ্রামে কুমুল্লিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ডিপিএইচএস স্কুল থেকে শিক্ষা শেষ করেন এবং পরে গওহাটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৬৫ সালে বরপেটা থেকে দুইবার এমপি হয়ে রাজনীতিতে আসেন খান। রাজনীতি থেকে অবসর গ্রহণের পর তিনি গরিব-অশিক্ষিত মানুষের জন্য সমাজসেবা করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Empowering India - Making democracy meaningful, Know our Representative & Candidate"। empoweringindia.org। ১৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫।