ইষ্টি কুটুম
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
ইষ্টি কুটুম | |
---|---|
ধরন | নাটক |
নির্মাতা | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স |
লেখক | গল্প লীনা গঙ্গোপাধ্যায় চিত্রনাট্য লীনা গঙ্গোপাধ্যায় সংলাপ লীনা গঙ্গোপাধ্যায় |
পরিচালক | শৈবাল ব্যানার্জি সুজিত পাইন |
সৃজনশীল পরিচালক | লীনা গঙ্গোপাধ্যায় |
উপস্থাপক | ব্রাইট অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
নির্মাণ | |
নির্মাণের স্থান | পশ্চিমবঙ্গ |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
ছবির ফরম্যাট | ৫৭৬i এসডিটিভি ১০৮০i এইচডিটিভি |
প্রথম প্রকাশ | ২৪ অক্টোবর ২০১১ |
বহিঃসংযোগ | |
আনুষ্ঠানিক ওয়েবসাইট |
ইষ্টি কুটুম হল টিভি চ্যানেল স্টার জলসার একটি সিরিয়াল।[১][২] ইষ্টি কুটুম গল্পের নায়ক অর্চি একবার সাঁওতালদের একটি মেলায় যায়। কিন্তু সাঁওতালরা তাকে বন্দি করে। তারা তাকে মেরে ফেলতে চাইলেও বাহা নামের একটি মেয়ে তাদের বাঁধা দেয়। তখন তারা বাহাকে অর্চির সঙ্গে বিয়ে দেয়। কিন্তু অর্চি বিয়েটা কখনও মেনে নিতে পারে নি, কারণ সে মুন নামের একটি মেয়েকে ভালোবাসে। এভাবে ঘটনা এগিয়ে যায়।
চরিত্র[সম্পাদনা]
- অর্চি চরিত্রে ঋষি কৌশিক
- বাহা চরিত্রে রনিতা দাস
- মুন চরিত্রে অঙ্কিতা চক্রবর্তী