ইলভেস তামপেরে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইলভেস তামপেরে
পূর্ণ নামতামপেরিন ইলভেস
ডাকনামআইপিএ
প্রতিষ্ঠিত১৯৩১; ৯৩ বছর আগে (1931)
মাঠতাম্মেলান স্তাদিওন[১]
ধারণক্ষমতা৫,০৬০
সভাপতিফিনল্যান্ড আরি রুথ
ম্যানেজারফিনল্যান্ড জার্কো উইস[২]
লিগভেইক্কাউসলিগা
২০১৯৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ইলভেস তামপেরে (ফিনীয়: Ilves Tampere; এছাড়াও তামপেরিন ইলভেস, ফুটবল ক্লাব ইলভেস অথবা শুধুমাত্র ইলভেস নামে পরিচিত) হচ্ছে তামপেরে ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ইলভেস তাদের সকল হোম ম্যাচ তামপেরের তাম্মেলান স্তাদিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,০৬০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জার্কো উইস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আরি রুথ। ফিনীয় গোলরক্ষক মিকা হিলান্দের এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

ঘরোয়া ফুটবলে, ইলভেস এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ভেইক্কাউসলিগা এবং ৩টি ফিনীয় কাপ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

ভেইক্কাউসলিগা

ফিনীয় কাপ

  • বিজয়ী: ১৯৭৯, ১৯৯০, ২০১৯

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  4. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ইলভেস তামপেরে টেমপ্লেট:ভেইক্কাউসলিগা