ইয়েয়ামা ভাষা
ইয়েয়ামা ভাষা | |
---|---|
দেশোদ্ভব | জাপান |
অঞ্চল | ইয়েয়ামা দ্বীপ |
জাতি | ৪৭,৬০০ (২০০০) |
মাতৃভাষী | [১]
|
জাপোনিক ভাষা
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | rys |
গ্লোটোলগ | yaey1239 [২] |
![]() |
ইয়েয়ামা ভাষা মূলত দক্ষিণ রাউকিউয়ান দের ভাষা (Southern Ryukyuan language)। এই ভাষায় কথা বলে ইয়েয়ামা দ্বীপের লোকজন। জাপানের দক্ষিণতম অধিষ্ঠিত দ্বীপ এটি, যার জনসংখ্যা মাত্র ৫০,০০০ (২০১১ অনুসারে) ইয়েয়ামা দ্বীপের অবস্থান মিয়াকো দ্বীপ Miyako Islands, রাউকাউস Ryukyus এর দক্ষিণপশ্চিম এবং তাইওয়ানের পূর্বে। ইয়েয়ামা অনেক কাছে মিয়াকোর, স্থানীয় অনেকে এই ভাষায় অচেনা। জাপানি নীতি অনুযায়ী ৬০বছরের নিচে কেউ এই ভাষা বাহিরে ব্যবহার করতে পারবে না যেহেতু এই ভাষা শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলে তবে এই ভাষাই তাদের প্রধান ভাষা। শুধু মাত্র গান এবং তাদের নিজস্ব রীতি-নীতি অনুষ্ঠানে ব্যবহার করতে পারবে তবে বাহিরে না। এই যুগে প্রায় সবাই জাপানিজ ভাষাই ব্যবহার করে, ইয়েয়ামা দ্বীপে পর্যটন শিল্প হওয়ায় অনেক বাহিরের লোক আসে তাই তাদের ভাষাতেও পরিবর্তন এসেছে।
উপভাষা
[সম্পাদনা]ইয়েয়ামা ভাষার প্রধান তিনটি উপভাষা আছে যা এই দ্বীপ বিবেচিত করেই আলাদা হয়েছে। এবং এই দ্বীপের আশে-পার্শেই ব্যবহার হয় এই ভাষা দ্বীপ অনুসারে নাম করন।
যদিও ইয়েয়ামা দ্বীপের লোক জন শুধু ইয়েয়ামা ভাষাতেই কথা বলে।
ইতিহাস
[সম্পাদনা]রাউকাউন ভাষা এসেছে প্রতো-জাপোনিক (Proto-Japonic) থেকে যখন তারা রাউকাউস দ্বীপে চলে আসেন।
৮ম শতাব্দীর দিকে নারা কালের সময় তাদের ভাষার পরিবর্তন আসে এবং নার কালের ভাষার কিছুটা এই ভাষায় পাওয়া যায় এখনও যেমন জাপানিজ ভাষায় পি (p) শব্দটা হয়ে গেছে এইচ (h) যদিও তার মানে পি ধরা হয় ইয়েয়ামা ভাষায়।
প্রতো-জাপোনিক | বর্তমান জাপানিজ | ইয়েয়ামা | |
---|---|---|---|
"Field (ক্ষেত্র)" | para | hara | paru |
"Boat(নৌকা)" | pune | fune | puni |
"Dove(পায়রা)" | pato | hato | patu |
ইয়েয়ামা ভাষা অনেক রক্ষণশীল এবং তাদের উচ্চারণ ও কিছুটা আলাদা তবে তারা তাদের ভাষার প্রতি অনেক সচেতন। তাদের ভাষা জাপান ভাষা থেকে কিছুটা আলাদা ব্যাকরণ দিক দিয়ে যেমন আদি জাপান ভাষায় স্বরবর্ণ ছিলো ৮ বর্তমান জাপান ভাষায় এইটা কমে নিয়ে আসা হয়েছে পাঁচটায়, কিন্তু ইয়েয়ামা ভাষায় স্বরবর্ণ মাত্র তিনটি। বর্তমান জাপান ভাষায় ই(E) উচ্চারন ইয়েয়ামা ভাষায় আই(I) উচ্চারণেই তারা বালে। আবার জাপান ভাষায় ও (O) উচ্চারণ তারা (U) বলে।
বর্তমান জাপানিজ | ইয়েয়ামা | |
---|---|---|
"Thing(বস্তু)" | mono | munu |
"Seed(বীজ)" | tane | tani |
"First time(প্রথমবার)" | hajimete | hajimiti |
ওকিনাওয়া Okinawa দ্বীপের এরকম অনেক ভাষা হারিয়ে গেছে কালের স্রোতে। বলা হয়ে থেকে জাপান থেকে ওকিনাওয়া দ্বীপের দূরত্ব অনেক হওয়ায় তাদের ভাষায় বর্তমান সময়ের পরিবর্তন খুব একটা দেখা না গেলেও ইয়েয়ামা ভাষায় অনেক পরিবর্তন এসেছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এথ্নোলগে ইয়েয়ামা ভাষা (১৮তম সংস্করণ, ২০১৫)
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Yaeyama"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- Davis, Christopher (২০১৩)। "The Role of Focus Particles in Wh-Interrogatives: Evidence from a Southern Ryukyuan Language" (পিডিএফ)। University of the Ryukyus। ২০১৪-০৪-২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- The sources for this article do not contain any information regarding the number of native speakers.
- Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Yaeyama". Glottolog. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology.