ইমরান (দ্ব্যর্থতা নিরসন)
অবয়ব
ইমরান নাম নিম্নোক্ত ব্যক্তিবর্গকে নির্দেশ করতে পারে:
- ইমরান আব্বাস- পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিকের অভিনেতা ও মডেল।
- ইমরান খান- পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
- ইমরান খান (অভিনেতা)- বলিউডের হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।
- ইমরান তাহির- পাকিস্তানি বংশদ্ভুত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ইমরান নাজির- পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান।
- ইমরান ফরহাত- পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার।
- ইমরান মাহমুদুল- বাংলাদেশী গীতিকার এবং প্লেব্যাক গায়ক।
- ইমরান হাশমী- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
- তুষার ইমরান- খুলনা বিভাগের যশোরে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার।