ইমরান খান মোহমান্দ
অবয়ব
ইমরান খান মোহমান্দ এমপিএ | |
---|---|
খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদের সদস্য | |
কাজের মেয়াদ ৩১ মে ২০১৩ – ১৮ জুন ২০১৩ | |
উত্তরসূরী | জামশেদ খান মোহমান্দ |
সংসদীয় এলাকা | পিকে-২৭ (মর্দান-৮) |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ১৮ জুন ২০১৩ মর্দান জেলা |
জাতীয়তা | পাকিস্তানি |
রাজনৈতিক দল | পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ |
পেশা | রাজনীতিবিদ |
ইমরান খান মোহমান্দ একজন পাকিস্তানি রাজনীতিবিদ। তিনি ২০১৩ সালে পিকে-২৭ (মর্দান-৮) থেকে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি এর আগে আওয়ামী ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।[১] বিধানসভায় নির্বাচিত হওয়ার পর তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারে যোগ দেন।
মৃত্যু
[সম্পাদনা]২০১৩ সালের ১৮ জুন, তিনি মর্দানে একটি জানাজায় বোমা হামলার সময় নিহত হন। হামলাটি সম্ভবত একটি হত্যাকাণ্ড ছিল। [২] তিনি কয়েক সপ্তাহ আগে খাইবার পাখতুনখোয়ার নবনির্বাচিত এমপিএ ফরিদ খানকে লক্ষ্যবস্তু হিসেবে হত্যার পর বিধানসভার দ্বিতীয় সদস্য ছিলেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "কেপি বিধানসভা তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় আইন প্রণেতাকে হারালো"। দ্য এক্সপ্রেস ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১৩। ২২ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩।
- ↑ "পাকিস্তানে একটি জানাজায় বোমা হামলায় বিধায়কসহ ২৭ জন নিহত"। এনডিটিভি (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০১৩। ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩।