আবেশক
![]() কম-মানের নির্বাচিত কিছু আবেশক | |
ধরন | প্যাসিভ |
---|---|
কার্যনীতি | তড়িচ্চুম্বকীয় আবেশ |
প্রথম প্রস্তুতকরণের তারিখ | মাইকেল ফ্যারাডে (১৮৩১) |
ইলেকট্রনিক প্রতীক | |
![]() |
ইন্ডাক্টর বা আবেশক বা কয়েল (ইংরেজি: Inductor বা Choke বা Coil) পরিবাহী তার (wire) পরিবেষ্টিত উপাদান যার কেন্দ্রীয় অংশ (core) সাধারনতঃ লৌহ বৈশিষ্ট (ferrous) হয়, কেন্দ্রতে অলৌহ উপাদান (non-ferrous material) বা বায়ু (air) থাকতে পারে। আবেশক দুই-প্রান্ত বিশিষ্ট প্যাসিভ বৈদ্যুতিক উপাদান, যখন এটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন সেটি একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে শক্তি সঞ্চয় করে।[১] উপাদানটি বৈদ্যুতিক ও ইলেকট্রনিক বর্তনীতে ব্যবহৃত হয়। এটির মধ্যদিয়ে পরিবর্তী তড়িৎ প্রবাহ সঞ্চালনে এর চারপাশে তড়িচ্চুম্বকীয় আবেশ সৃষ্টি হয় ও ফলে বিদ্যুৎশক্তি বাধাপ্রাপ্ত (inductive reactance) হয়। আবেশককে চুম্বকীয় বর্তনীর রোধ হিসেবে ধরা যায়।
অর্থ্যাৎ ইন্ডাক্টর বলতে বোঝায় দুই প্রান্ত বিশিষ্ট এমন একটি বৈদ্যুতিক উপাদান যা বিদ্যুৎ প্রবাহের দ্বারা আগত শক্তিকে নিজের চারপাশে চৌম্বকক্ষেত্র সৃষ্টির মাধ্যমে জমা করে রাখে। ইন্ডাক্টরের এই ধর্মকে ইন্ডাকটেন্স বলে।[২]
অন্যান্য বিবরণ
[সম্পাদনা]- প্রতীক: ইংরেজির [L] অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় (Denoted by).
- একক: (H) (Unit).
- প্রতিপাদিক একক: হেনরি
- মৌলিক: Wb/A = V·s/A = kg·m2·s−2·A−2
ব্যবহার
[সম্পাদনা]ৱেডিও তে আবেশকের ৱ্যবহার অপৱিহারয।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Alexander, Charles; Sadiku, Matthew. 'Fundamentals of Electric Circuits (3 ed.).. McGraw-Hill. p.২১১
- ↑ "Another Short Hour"। Another Short Hour। ১৯৮৯। ডিওআই:10.5040/9781350903500।