ইন্টারকাইনেসিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্টারকাইনেসিস

ইন্টারকাইনেসিস বা ইন্টারফেজ ২ হলো মায়োসিস কোষ বিভাজনের মায়োসিস ১মায়োসিস ২ এর মধ্যকার বিশ্রাম দশা, যে দশায় কিছু কিছু প্রজাতির কোষ প্রবেশ করে থাকে।[১][২] ইন্টারকাইনেসিস দশায় কোনো ডিএনএ অনুলিপন সংঘটিত হয় না; যদিও মায়োসিস ১-এর ইন্টারফেজ-১ দশায় অনুলিপন সংঘটিত হয়। ইন্টারকাইনেসিসের সময় প্রথম মায়োটিক বিভাজনের একমাত্র স্পিন্ডল তন্তুর অবলুপ্তি ঘটে এবং দ্বিতীয় মাইটোটিক বিভাজনের জন্য মাইক্রোটিউবিউলগুলো দুইটি নতুন স্পিন্ডল তন্তু গঠন করে।[৩] সাধারণত টেলোফেজ-১ এর পর ইন্টারকাইনেসিস সংঘটিত হয়। তবে, বেশ কিছু উদ্ভিদ প্রজাতি টেলোফেজ-১ এবং ইন্টারকাইনেসিস দশায় প্রবেশ না করে, সরাসরি প্রোফেজ-২ দশায় প্রবেশ করে। এই দশা পর্যন্ত প্রতিটি ক্রোমোজোম দুইটি ক্রোমাটিড সমন্বিত থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Soni, NK; Soni, Vandana (২০১০)। Fundamentals of Botany। Tata McGraw-Hill Education। পৃষ্ঠা 238। আইএসবিএন 978-0-07-068176-7। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২ 
  2. Campbell, Neil A. (১৯৯০)। Biology। Benjamin/Cummings Publishing Company। পৃষ্ঠা 253। আইএসবিএন 978-0-8053-1800-5। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২ 
  3. Russell P, Wolfe S, Hertz P, Starr C, Fenton M, Addy H, Maxwell D, Haffie T, Davey K (২০১০)। Biology Exploring the Diversity of Life 1st ed.বিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। United States of America (USA): Nelson Education.। পৃষ্ঠা 213আইএসবিএন 978-0-17-644094-7