ইদ্রিশ আলি
ইদ্রিশ আলি | |
|---|---|
| বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ | |
| কাজের মেয়াদ ২০১৪ – ২০১৯ | |
| পূর্বসূরী | শেখ নুরুল ইসলাম |
| উত্তরসূরী | নুসরাত জাহান |
| ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক | |
| কাজের মেয়াদ ২০২১ – ২০২৪ | |
| উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক | |
| কাজের মেয়াদ ২০১৯ – ২০২১ | |
| পূর্বসূরী | হায়দর আজিজ সফি |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩০ ডিসেম্বর ১৯৫০ ভুরখুন্দা, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত |
| রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
ইদ্রিশ আলি (১৯৫০-২০২৪) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ও আইনজীবী যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সালে উলুবেড়িয়া পূর্ব থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]ইদ্রিশ আলি ১৯৩০ সালের ৩০ ডিসেম্বর হুগলি জেলার ভুরকুন্দাতে জন্মগ্রহণ করেন।[১] তার বাবার নাম আবদুল আজিজ ও মায়ের নাম মাসেমা খাতুন। তিনি সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজ ও সুরেন্দ্রনাথ আইন কলেজে পড়াশোনা করেছেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ইদ্রিশ আলি ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হন।[২] ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি দলের মনোনয়ন পান নি। তবে ২০১৯ সালে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি বিজয়ী হন।[৩][৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ইদ্রিশ আলি ১৯৭৪ সালের ৩ জুন মনোয়ারা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[১] তাদের এক পুত্র ও দুই কন্যা আছে।
সমালোচনা
[সম্পাদনা]২০০৭ সালের নভেম্বর মাসে কলকাতায় তসলিমা নাসরিনের আগমন বিরোধী প্রতিবাদ থেকে উদ্ভূত সহিংসতার ঘটনায় ইদ্রিশ আলি গ্রেফতার হয়েছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Ali, Shri Idris"। www.loksabhaph.in। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯।
- ↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬।
- ↑ "সাজদার কাছে 'হার' ইদ্রিশের!"। আনন্দবাজার পত্রিকা। ২৪ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯।
- ↑ "উপনির্বাচন"। এই সময়। ২৪ মে ২০১৯। ১৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯।
- ↑ "কাঙ্ক্ষিত নন কলকাতায়, বার্তা রুশদিকে"। আনন্দবাজার পত্রিকা। ১৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯।
- ১৯৫০-এ জন্ম
- ২০২৪-এ মৃত্যু
- ভারতীয় আইনজীবী
- হুগলি জেলার ব্যক্তি
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ষোড়শ লোকসভার সদস্য
- পশ্চিমবঙ্গের লোকসভা সদস্য
- পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদ
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ২০১৬-২০২১
- পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ২০২১-২০২৬
- ভারতীয় মুসলিম
- বাঙালি মুসলিম
- বসিরহাটের ব্যক্তি