বিষয়বস্তুতে চলুন

ইউনিসেফ মীনা গণমাধ্যম পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউনিসেফ মীনা গণমাধ্যম পুরস্কার
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড
বিবরণমুদ্রণ এবং সম্প্রচার মাধ্যমে শিশু অধিকার নিয়ে অসামান্য এবং দুর্দান্ত অবদান রাখার জন্য
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাইউনিসেফ
পুরস্কার১ম পুরস্কার ৫০ হাজার টাকা
প্রথম পুরস্কৃত২০০৫ (2005)
ওয়েবসাইটunicef.org/bangladesh

ইউনিসেফ মীনা গণমাধ্যম পুরস্কার বা ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড (মীনা মিডিয়া পুরস্কার নামেও পরিচিত) হল ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত একটি স্বীকৃতি পুরস্কার। গণমাধ্যমে (মুদ্রণ, অনলাইন ও সম্প্রচার মাধ্যমে) শিশুদের বিষয়গুলি প্রচারে অসামান্য অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটি ২০০৫ সাল থেকে ইউনিসেফ বাংলাদেশ দিয়ে আসছে।[]

সাতটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। মুদ্রণ, রেডিও ও টেলিভিশনে প্রকাশিত/প্রচারিত, শিশুদের নিয়ে বা শিশুদের জন্য নির্মিত বিনোদনমূলক, সংবাদভিত্তিক বা জীবনধর্মী প্রকাশনা/অনুষ্ঠান/স্থিরচিত্র এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়।

ইতিহাস

[সম্পাদনা]

মীনা হল দক্ষিণ এশিয়ার শিশুদের জন্য নির্মিত মীনা নামক কার্টুনের প্রধান চরিত্র। কার্টুনটি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, পশ্তু এবং পর্তুগিজ ভাষায় প্রচারিত হয়েছে।[] গণমাধ্যমে শিশুদের বিষয়সমূহ তুলে ধরার ক্ষেত্রে উৎকর্ষতাকে স্বীকৃতি দিতে এই পুরস্কার চালু করা হয়।[]

অতিথি ও বিচারক

[সম্পাদনা]

মন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ, ইউনিসেফ বাংলাদেশের চিফ অপারেশন জিদুলা মাসিকু এবং সিআইপি বিভাগের প্রধান শিমা ইসলাম, ইউনিসেফের শুভেচ্ছাদূত-দূত-যাদুকর জুয়েল আইচ, অভিনেতা আরিফা জামান মৌসুমী, বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, ইউনিসেফ বাংলাদেশের শিশু অধিকার অ্যাডভোকেট, ব্যান্ড গ্রুপ ওয়ারফেজের প্রতিনিধি শেখ মনিরুল আলম টিপু, এবং ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি টমু হউজুমি, এবং এডওয়ার্ড বিগবেদার অতিথি হিসেবে বিগত বছরগুলিতে বিজয়ীদেরকে ক্রেস্ট, পুরষ্কারের অর্থ ও শংসাপত্র প্রদান করেছিলেন।[]

পূর্ববর্তী বছরগুলিতে সেলিনা হোসেন, শাহনুর ওয়াহিদ, রুবায়েত ফেরদৌস, ফাহমিদুল হক, জাকির হোসেন রাজু, কাদির কল্লল, রতন পল, মিথিলা ফারজানা, রফিকুর রহমান, জান্নাতুল মাওয়া ও আবু নাসের সিদ্দিক বিচারক হিসেবে ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মীনা অ্যাওয়ার্ড পেলেন মনির ও মামুন"bangla.bdnews24.com। ২৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০ 
  2. "Meena and UNICEF"। ইউনিসেফ বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০১ 
  3. "মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯"www.unicef.org। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০ 
  4. "শিশুদের নিয়ে সংবাদ পরিবেশনে সাবধানি হওয়ার আহ্বান"। প্রথম আলো। ১৭ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]